নজরবন্দি ব্যুরোঃ ইডেনে আইপিএল-এর ম্যাচের জন্য ২৪ ও ২৫ মে গভীর রাতে মেট্রো রেল কর্তৃপক্ষ এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ দেখে ফেরা দর্শকদের সুবিধার জন্য পূর্ব রেলের তরফেও ওই দুই দিন দুটো করে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে।
আরও পড়ুনঃ আইপিএল এর প্লে অফে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানালেন মমতা
মঙ্গল এবং বুধবার রাত ১২টায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে দু’ জোড়া মেট্রো ছাড়বে। একটি যাবে দক্ষিণেশ্বর। আর একটি যাবে কবি সুভাষ। দু’টিই রাত ১২টা ৩৩ মিনিটে শেষ গন্তব্যে পৌঁছবে। অপএ দিকে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গল ও বুধবার দু’টি লোকাল ট্রেন ছাড়বে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন থেকে।
প্রিন্সেপ ঘাট থেকে একটি ট্রেন যাবে বারাসত। ১১টা ৫০ মিনিটে ছাড়বে। রাত ১টায় সেই ট্রেনটি বারাসত পৌঁছবে। বিবাদি বাগ থেকে অন্য ট্রেনটি যাবে বারুইপুর। ছাড়বে রাত ১২টা ২ মিনিটে। বারুইপুর পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে।
ইডেনে IPL ম্যাচের জন্য ২ দিন গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো, লোকাল ট্রেন
শহরে আইপিএল ম্যাচের দু’দিন অতিরিক্ত বাস চলার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র বলেন, ‘‘এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে।’’