Egra Blast: বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড

বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড
cm mamata banerjee to visit egras khadikul village

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবারই এগরার (Egra) খাদিকুলে যাচ্ছেন মমতা। এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে (Firecrackers Factory Blast) প্রাণ হারিয়েছিলেন ১২ জন। গতকাল এই এলাকায় মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী আর এবার ২৫ মে বৃহস্পতিবার এগরার খাদিকুলে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। প্রশাসন সূত্রে খবর, হেলিকপ্টারে সেখানে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেখা করবেন নিহতদের পরিজনদের সঙ্গেও।

আরও পড়ুনঃ ‘তীব্র গরমে হতেই পারে’, পরপর বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিলেন সৌগত!

এগরার ক্ষতে প্রলেপ দিতে প্রায় ২ সপ্তাহ পর খাদিখুলে যেতে চলেছেন মমতা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের ইঙ্গিত পাওয়ার পরেই অস্থায়ী হেলিপ্যাড তৈরির শুরু হয়েছে। খাদিকুল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলিপুর গ্রামের ফাঁকা মাঠে সেই হেলিপ্যাড তৈরি করা হবে। মঙ্গলবার সেই জায়গাটি পরিদর্শনও করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।

বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড
বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড

কারখানার মালিক মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ সহ এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে বাংলায়। শাসকদলের মদতেই এই অবৈধ বাজি কারখানা চালানোর অভিযোগ ওঠে। মঙ্গলবারই এগরায় দলীয় কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, এগরায় এতদিন আসেননি কেন মুখ্যমন্ত্রী। ওঁর কাছে তো হেলিকপ্টার আছে। যখন উনি আসবেন, তখন শ্রাদ্ধ-শানিত সব শেষ হয়ে যাবে।

Egra Blast: বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড

এরপরেই জানা যায় মমতা বন্দোপাধ্যায় যাচ্ছেন এগরায়। এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী খাদিকুল গ্রামে আসবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এর আগে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, বিপ্লব চক্রবর্তী, সাংসদ দোলা সেন, এগরার বিধায়ক তরুণ মাইতি খাদিকুল গ্রামে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। চোর, চোর স্লোগান শুনতে হয়েছিল তাঁদের। এবার মুখ্যমন্ত্রী সেখানে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড

বিস্ফোরণে স্বজনহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, এগরায় তৈরী হচ্ছে হ্যালিপ্যাড

উল্লেখ্য, এগরায় বিস্ফোরণের ঘটনা ঘটার পর তদন্তে নেমেছে সিআইডি। রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। এরই মধ্যে প্রায় ৫৫ হাজার কেজি অবৈধ বারুদ উদ্দার হয়েছে। যদিও এরই মাঝে বিস্ফোরণ নিয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ তথা পদার্থবিদ্যার অধ্যাপক সৌগত রায়। তাঁর দাবি, ‘তীব্র গরম পড়েছে। এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রাখলে তা বিস্ফোরণ হতেই পারে।’