নজরবন্দি ব্যুরো: এবার ঝলক দিখলা যা-র মঞ্চে হাজির তানজানিয়ার ইনফ্লুয়েন্সার কিলি পল। শুধু তাই নয় তাদেরকে দেখা যায় বলিউড কুইন মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit ) সাথে এক মঞ্চে নাচতেও। এই অনুষ্ঠানে মাধুরীর জন্য হিন্দি গান গেয়ে শোনান কিলি। মাধুরী দীক্ষিতের সাথে নাচলেন তানজানিয়ার কিলি পল! ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনায় এবার মহিলা অগ্নিবীরদের যোগদান, ঘোষণা বায়ুসেনা প্রধানের
সম্প্রতি রিয়ালিটি শো ‘ঝলক দিখলা’ যা-এ হাজির হয়েছিলেন কিলি পল। মাধুরীকে সামনে থেকে দেখে তো একেবারে মুগ্ধ হয়ে যান। সুযোগ করে মাধুরীর সঙ্গে ‘অনজাম’ ছবির জনপ্রিয় গান ‘চনে কি খেত মে’ নেচেও নিলেন কিলি পল। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল। এরপর মাধুরী দীক্ষিতকে নিজের আসন থেকে নেমে এসে কিলি পলের সঙ্গে নাচতে দেখা যায়। কিলি পল এবং মাধুরী দীক্ষিতের সেই ভিডিয়ো এবার ভাইরাল হতে শুরু করেছে।
মাধুরী দীক্ষিতের সাথে নাচলেন তানজানিয়ার কিলি পল! ভাইরাল ভিডিও
নেটদুনিয়া মারফত জানা গেছে, আফ্রিকার তানজানিয়ার বাসিন্দা কিলি ও নিমা পল (Kili and Neema)। তাঁরা সম্পকে ভাই-বোন। ইনস্টাগ্রামে তাঁর ১ লক্ষ ৮৪ হাজার ফলোয়ার রয়েছে। সেখানেই নানা ভিডিও আপলোড করেন। পয়লা ডিসেম্বর ‘শেরশাহ’ সিনেমার ‘রাতা লম্বিয়াঁ’ গানটির ভিডিও তৈরি করেন কিলি ও নিমা।