নজরবন্দি ব্যুরোঃ আগামী বছর লোকসভা ভোট। আর লোকসভা ভোটকে কেন্দ্র করে নব গঠিত বিরোধী জোট ‘ইন্ডিয়া’, ক্রমেই এই দুই যেন বিষম বিড়ম্বনার বিষয় হয়ে উঠছে বামফ্রন্টের জন্য! কারণ, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাতেই পরিপন্থী ফরোয়ার্ড ব্লক। অন্তত নিজেদের স্বতন্ত্র অবস্থান স্পষ্ট করার জন্য তো বটেই। অন্যদিকে, সিপিআইএম কংগ্রেসের সঙ্গে রাজ্যে কিংবা সর্বভারতীয় স্তরে হাত ধরাধরি করেই চলতে চায়। তাহলে, একটি শরিক দলের এই ভিন্ন অবস্থান কিন্তু বামফ্রন্টের অন্দরেই কিছু প্রশ্নকে উস্কে দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
আরও পড়ুনঃ পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু ‘বেণু’, কত সালে সংঘর্ষের সম্ভাবনা?
২৮টি বিরোধী দলকে নিয়ে গঠিত হয়েছে জোট ‘ইন্ডিয়া’। এই জোটে রয়েছে সিপিআইএম। তবে, সমন্বয় কমিটিতে নেই। সমন্বয় কমিটিতে না থাকলেও কিছু বিশেষ বিশেষ নেতা যেমন নীতিশ কুমার বা লালু প্রসাদ যাদবের সঙ্গে আলাদা করে বৈঠক সারছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কিন্তু, লোকসভা ভোটে যে আসন সমঝোতার কথা আলোচনা হচ্ছে তা নিয়েই কিন্তু রাজ্যে রাজ্যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাম শিবিরকে।

যেমন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে তীব্র আপত্তি রয়েছে নিচুতলার বাম কর্মী সমর্থকদের। সেই রকমই ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় একটি প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। কংগ্রেস প্রার্থীর প্রচারে আমরা যায়নি। কিন্তু ধূপগুড়িতে প্রার্থী দেয় সিপিএম। তাই ধূপগুড়িতে আমরা সিপিএম প্রার্থীকে সমর্থন জানিয়েছি। এই অবস্থান আগেই আমরা সিপিএমকে জানিয়েছি।”
কংগ্রেসের সঙ্গে সমঝোতা চায় না ফরোয়ার্ড ব্লক, জোট নিয়ে দ্বিবিভক্ত বামফ্রন্ট!
যত লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে ততই কিন্তু দ্বন্দ্ব বাড়ছে বাম শিবিরে। আগামী ২৫শে নভেম্বর প্রাক্তন রাজ্য সম্পাদক অশোক ঘোষের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে বামফ্রন্টের তরফে। সেখানেই শরিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে পারে আলিমুদ্দিন স্ট্রিট বলে সূত্রের খবর।