নজরবন্দি ব্যুরোঃ ‘ইন মেমোরিয়ম’বিভাগ ছাড়া অস্কার সেরেমনি অসম্পূর্ণ। চলতি বছরে সারা বিশ্ব জুড়ে প্রয়াত শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য জানানো হয় এই বিভাগে। বিগত বছরে অস্কারের মেমোরিয়মে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে ইরফান খান, ঋষি কাপুর ও সুশান্ত সিং রাজপুতকে।
আরও পড়ুনঃ ফের কঠিন রোগে আক্রান্ত হানি সিং, ভাইরাল ছবি দেখে প্রশ্ন তুলছেন ভক্তরা!
এবছরে অস্কারের সেই বিভাগে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হয় উইলিয়ম হার্ট, বেটি হোয়াইট, ডিন স্টকওয়েল থেকে শুরু করে ফরাসী তারকা জিন পল বেলমন্ডকেও। কিন্তু সোমবার সকালে নিরাশ হতে হল সকলককে। ডলবি থিয়েটরে অনুষ্ঠিত হচ্ছে অস্কার, আর এবছরের ইন মেমরিয়াম-এ থাকল না প্রবাদপ্রতীম শিল্পীর নাম।
তিনিলতা মঙ্গেশকর। সদ্য প্রয়াত হয়েছেন তিনি। তাঁকে ব্রিটিশ আকাদেমি অব ফিল্ম এণ্ড টেলিভিষণ পুরস্কারেও ভূষিত করা হয় মাসের প্রথমে। তবে কেন অবিচার হল এই শো-তে! মুহূর্তের মধ্যে গর্জে উঠল নেট দুনিয়া।
অস্কারের মেমোরিয়মে শ্রদ্ধা জানানো হল না লতাকে! গর্জে উঠল নেট দুনিয়া
একের পর এক পোস্টে কড়া সমালোচনার ঝড়। গোটা বিশ্বে যাঁর কণ্ঠ পরিচিত, ভারতের ইতিহাসে যিনি নাইটেঙ্গেল, সেই কণ্ঠেস্বরকে কীভাবে ভুলে যাওয়া সম্ভবপর হল! স্মৃতিচারণের তালিকায় থাকা বহু নামের মাঝে কোথাও খুঁজে পাওয়া গেল না এই শিল্পীর নাম।