নজরবন্দি ব্যুরোঃ কথায় আছে যে টাকা নিয়ে অনেক সময় আমাদের বন্ধুদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। টাকার জন্য শুরু হয় শত্রুতা, তাই টাকা পয়সা বন্ধুদের সাথে লেনদেন সাবধানে বুঝেশুনে করতে হয়। সমাজে অনেক ধরনের মানুষ আছে যারা বন্ধু সেজে বেইমানী করে থাকেন।
কাল আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনের আগেই মিলল এক প্রয়োজনীয় তথ্য। গবেষণা বলছে ছেলে বন্ধুদের টাকা না ধার দিয়ে টাকা ধার দিন মেয়ে বন্ধুদের। শুধু মেয়ে বন্ধু নয় যেকোনো মহিলা কেই চোখ বন্ধ করে ধার দিতে পারেন টাকা।

কারণ মেয়েরা দেখা গেছে অনেক সময় সময়ের আগেই সম্পূর্ণ টাকা ফেরত দিতে পেয়েছে তাও আবার সময়ের আগেই। মুখের কথা নয় সারা বিশ্বে সমস্ত নারীদের নিয়ে গবেষণা করেই মিলেছে তথ্য। দেখা গেছে ১০০ র মধ্যে ৯০ শতাংশ নারীই ধার করা টাকা সময়ের আগে শোধ করে দেওয়ায় বিশ্বাসী।
নিশ্চিন্তে যত ইচ্ছে টাকা ধার দিন মহিলাদের, ঠকবেন না বলছে গবেষণা।
গবেষণা সূত্রে খবর যে নারীরা ধার করা টাকা ফেরত দিতে না পারলে হীনমন্যতায় ভোগেন। তাদের কোনো কাজে মন বসেনা যতদিন তাদের মাথায় ধারের বোঝা থাকে তাদের মাথায় শুধু একটাই কথা ঘোরে সেটা হলো কি উপায়ে টাকা শোধ করা যায় অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে অন্য দৃশ্য দেখা যায় বলছে গবেষণা।