আজ প্রথম সেমিতে মুখোমুখি ভারত- নিউজ়িল্যান্ড, কেমন থাকবে মুম্বাইয়ের আবহাওয়া
India-New Zealand face off in the first semi today

নজরবন্দি ব্যুরো: মাঝের চারটে বছরে অনেক কিছু বদলে গিয়েছে। অবসর নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের নেতৃত্ব বিরাট কোহলির হাত থেকে গিয়েছে রোহিত শর্মার হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছে ভারতকে। আবার এশিয়া কাপে পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারিয়েছে ভারত। শুধু পুরনো হয়নি একটি স্মৃতি।

আরও পড়ুনঃ রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি, সাফ জানালেন সৌরভ

বলা যেতে পারে সেই দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় দলকে। চলতি এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আরও এক বার ফিরে আসছে সেই দুঃস্বপ্নের স্মৃতি।সেটিও ছিল একটি বিশ্বকাপের সেমিফাইনাল। ২০১৯ সালের। সেবারও বিপক্ষে ছিল নিউ জ়িল্যান্ড। সেই বিশ্বকাপে ভারতের হয়ে ৫টি শতরান করা রোহিত শর্মা রান পাননি।

ICC WC23: আজ প্রথম সেমিতে মুখোমুখি ভারত- নিউজ়িল্যান্ড, কেমন থাকবে মুম্বাইয়ের আবহাওয়া

ধসে পড়েছিল ভারতের টপ অর্ডার। মাত্র ৭০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। তার পরে বৃষ্টির কারণে আর সে দিনের খেলা হয়নি। পরের দিন রিজার্ভ ডে-তে খেলতে নামে ভারত। আর ২০২৩ আবার বিশ্বকাপ, আবার সেমিফাইনালে ভারত। আর প্রতিপক্ষ সেই ইউজিল্যান্ড। কিন্তু কেমন থাকবে মুম্বাইএর আবহয়াওয়া? ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টি হবে না বলে স্পষ্ট জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ প্রথম সেমিতে মুখোমুখি ভারত- নিউজ়িল্যান্ড, কেমন থাকবে মুম্বাইয়ের আবহাওয়া
আজ প্রথম সেমিতে মুখোমুখি ভারত- নিউজ়িল্যান্ড, কেমন থাকবে মুম্বাইয়ের আবহাওয়া

তবে অন্য একটি বিষয় ক্রিকেটার ও গ্যালারিতে থাকা সমর্থকদের চিন্তা বাড়াতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ নভেম্বর মুম্বইয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সেই শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৪ কিলোমিটার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪৪ শতাংশ আর্দ্রতা থাকায় বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ প্রথম সেমিতে মুখোমুখি ভারত- নিউজ়িল্যান্ড, কেমন থাকবে মুম্বাইয়ের আবহাওয়া

ICC WC23: আজ প্রথম সেমিতে মুখোমুখি ভারত- নিউজ়িল্যান্ড, কেমন থাকবে মুম্বাইয়ের আবহাওয়া

তবে রাতে শিশির পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে শেষ ১০-১৫ ওভারে দলের বোলিংয়ে সমস্যা হতে পারে। এটা স্পষ্ট যে প্রথমে বোল করলে ভারত কিছুটা সুবিধা পেতে পারে। তবে ভারত যদি টসে জিততে না পারে তবে রোহিত শর্মাদের সমস্যায় ফেলতে পারে ডিউ ফ্যাক্টর।