রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি, সাফ জানালেন সৌরভ
Rohit Sharma did not want to be the captain, Sourav said

নজরবন্দি ব্যুরো: এবার বিশ্বকাপে দলের ওপেনার হিসাবে তো বটেই, নেতৃত্বের ক্ষেত্রেও দুরন্ত পারফরম্যান্স রোহিত শর্মার। ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থেকেই ভারতের জন্য মজবুত ভিত গড়ে দিচ্ছেন। চলতি বিশ্বকাপে রোহিত দুর্দান্ত ফর্মে রয়েছেন।

আরও পড়ুন: ‘দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়’, পায়েলের নতুন পোস্ট নিয়ে ফের জল্পনা, শামি কে নিয়ে কী বললেন অভিনেত্রী

ব্যাট হাতে অন্যদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা ওপেনার। এহেন রোহিত শর্মা নাকি অধিনায়ক হতে চাননি। সেই সময়ের বোর্ডের কর্তা সৌরভ নাকি ধরে বেঁধে তাঁকে অধিনায়ক করেন।

Sourav Ganguly: রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি, সাফ জানালেন সৌরভ

আর এই কথা স্বয়ং সৌরভ বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘রোহিত অধিনায়কত্ব চাননি, কারণ সমস্ত ফরম্যাটে খেলার জন্য অনেক চাপ ছিল- এটি এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল, যেখানে আমি ওকে বলেছিলাম যে, তোমাকে হ্যাঁ বলতেই হবে বা আমি তোমার নাম ঘোষণা করে দেব।

রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি, সাফ জানালেন সৌরভ

Sourav Ganguly: রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি, সাফ জানালেন সৌরভ

আমি খুশি, ও এই দায়িত্ব নিয়েছে। এখন ও সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে এবং আপনারা ফলাফল নিজেরাই দেখতে পাচ্ছেন।’ এর আগেও সৌরভ বলেছেন, ‘বিরাট চলে যাওয়ার পর, রোহিত শর্মা সেই সময়ে সেরা বিকল্প ছিল।’

Sourav Ganguly: রোহিত শর্মা অধিনায়ক হতেই চায়নি, সাফ জানালেন সৌরভ