'দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়', পায়েলের নতুন পোস্ট নিয়ে ফের জল্পনা, শামি কে নিয়ে কী বললেন অভিনেত্রী
What did actress Payal say about Shami?

নজরবন্দি ব্যুরো: চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন মদম্মদ শামি। মাত্র চারটি ম্যাচ খেলেছেন, আর এই চার ম্যাচে নিজের ঝুলিতে পুরে ফেলেছেন ১৬টা উইকেট। অনেকেই বলছেন, হার্দিক পান্ডিয়ার চোট শাপে বর হয়েছে ভারতের জন্য! কারণ, তিনি চোট না পেলে শামি খেলতে পারতেন কিনা সন্দেহ ছিল।

আরও পড়ুন: বিশ্বকাপে খারাপ খেলা, বোর্ডের অন্দরে মনমালিন্য, বাংলাদেশের বোলিং কোচ পদ থেকে ইস্তফা দিলেন ডোনাল্ড

সে যাই হোক, ভারতীয় শিবিরে এখন চর্চায় আছেন শামিই। ভারতীয় পেসারকে এবার বিয়ের প্রস্তাব ইতি মধ্যেই দিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ! শামি ও হাসিন জাহানের মধ্যে বিবাহ বিচ্ছেদ মামলা এখনও চলছে আদালতে। বিশ্বকাপ শুরুর আগে কলকাতা হাইকোর্টে হাজিরাও দিয়েছেন ভারতীয় পেসার। আদালত জানিয়েছে, এখনই গ্রেফতার করা যাবে না শামিকে।

'দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়', পায়েলের নতুন পোস্ট নিয়ে ফের জল্পনা, শামি কে নিয়ে কী বললেন অভিনেত্রী

তাঁর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণ ও পারিবারিক হিংসার অভিযোগ এনেছেন স্ত্রী হাসিন। আদালতের নির্দেশেই মাসে মাসে খোরপোশ গুনতে হয় বাংলার পেসারকে। আর এই সবের মধ্যেই পায়েলের আবার নতুন পোস্টে জল্পনা তুঙ্গে। বিয়ের প্রস্তাবের পর এবার তিনি লিখেছেন, ‘‘দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়।’’

'দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়', পায়েলের নতুন পোস্ট নিয়ে ফের জল্পনা, শামি কে নিয়ে কী বললেন অভিনেত্রী

তবে এই পোস্ট শামি কে উদ্দেশ্য করে কি না তা জানা যায়নি। তবে এই ঘটনায় বেজায় চটেছেন হাসিন জাহান। তিনি জানান, ‘‘কেউ কিছু না জেনেই সব লিখছে!’’ শামি কে নিয়ে মন্তব্য করতে গিয়ে পায়েল জানান, আসলে শামির খেলা দেখে এত ভাল লেগে গিয়েছিল যে, উত্তেজনায় ওটা লিখে দিয়েছি।’’

‘দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়’, পায়েলের নতুন পোস্ট নিয়ে ফের জল্পনা, শামি কে নিয়ে কী বললেন অভিনেত্রী

'দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়', পায়েলের নতুন পোস্ট নিয়ে ফের জল্পনা, শামি কে নিয়ে কী বললেন অভিনেত্রী

অন্য দিকে শামির স্ত্রী পায়েলের উপর যে ভাবে চটেছেন, সেই সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘‘শামির ব্যক্তিজীবন নিয়ে আমার কোনও আগ্রহ নেই। আমি ওঁর খেলা দেখে মুগ্ধ হয়েই সমাজমাধ্যমে ওই কথাটা লিখেছি।’’