বিশ্বকাপে খারাপ খেলা, বোর্ডের অন্দরে মনমালিন্য, বাংলাদেশের বোলিং কোচ পদ থেকে ইস্তফা দিলেন ডোনাল্ড
Donald resigned from the post of bowling coach of Bangladesh

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের দল নির্বাচন থেকে বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশকে। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে জলঘোলা হয় বিস্তর। যার রেশ পড়ে বিশ্বকাপে শাকিব আল হাসানদের পারফর্ম্যান্সে। একে তো বিশ্বকাপে ভরাডুবির মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। তার উপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করা নিয়ে শাকিবদের মুণ্ডপাত চলছে ক্রিকেটমহলে।

আরও পড়ুন: আইপিএল এ দিল্লিকে নেতৃত্ব দেবেন পন্থই, জানালেন সৌরভ

শাকিবের সিদ্ধান্তে অখুশি প্রকাশ করে ডোনাল্ড স্পষ্ট জানান যে, ‘মনে হচ্ছিল মাঠে ঢুকে বলি অনেক হয়েছে, এবার এসব থামাও।’ আর এবার পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অ্য়ালান ডোনাল্ড। শুধু তাই নয়,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর আর দলে পাওয়া যাবে না শ্রীনিবাসন চন্দ্রশেখরনকেও। সিদ্ধান্ত নেবার পর কোচ জানান,

বিশ্বকাপে খারাপ খেলা, বোর্ডের অন্দরে মনমালিন্য, বাংলাদেশের বোলিং কোচ পদ থেকে ইস্তফা দিলেন ডোনাল্ড
বিশ্বকাপে খারাপ খেলা, বোর্ডের অন্দরে মনমালিন্য, বাংলাদেশের বোলিং কোচ পদ থেকে ইস্তফা দিলেন ডোনাল্ড

“এটা আমার জন্য এতটা দারুণ জার্নি। পেস বোলাররা আমার বন্ধু হয়ে উঠেছিল। আমি যা সম্মান পেয়েছি সকলের কাছ থেকে, ভাষায় প্রকাশ করতে পারব না। সেঞ্চুরিয়ান পার্কে দলের সঙ্গে যোগ দিই, পুনেতে এসে ছাড়লাম। দীর্ঘ সময় টিমের সঙ্গে থেকেছি। এই ক’দিনে বাংলাদেশ দলটা আমায় যে কতটা আপন করে নিয়েছিল, বলে বোঝানো যাবে না।” টাইগারদের নিয়ে গর্ববোধ করছেন ডোনাল্ড। তাঁর কথা অক্ষরে-অক্ষরে মেনেছে দল। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার দেখানো পথেই হেঁটেছে ছেলেরা। আমি আমার ভাবনা বা সিদ্ধান্তটা শুধু ওদের জানাতাম। আমার দেখানো লক্ষ্যের পিছনেই ছুটে গিয়েছে ওরা। আমি সত্যিই ওদের জন্য গর্বিত।”

বিশ্বকাপে খারাপ খেলা, বোর্ডের অন্দরে মনমালিন্য, বাংলাদেশের বোলিং কোচ পদ থেকে ইস্তফা দিলেন ডোনাল্ড

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ডোনাল্ডের চুক্তি রয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে বিশ্বকাপের পরেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, বাংলাদেশ চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ৮টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে মোটে ২টি। যা নিয়ে বোর্ডের অন্দরে শুরু হয়েছে তুমুল মতো পার্থক্য। তামিম ইকবালের মতো ক্রিকেটারকে একাদশে রাখা হয়নি।

বিশ্বকাপে খারাপ খেলা, বোর্ডের অন্দরে মনমালিন্য, বাংলাদেশের বোলিং কোচ পদ থেকে ইস্তফা দিলেন ডোনাল্ড

বিশ্বকাপে খারাপ খেলা, বোর্ডের অন্দরে মনমালিন্য, বাংলাদেশের বোলিং কোচ পদ থেকে ইস্তফা দিলেন ডোনাল্ড

এর আগে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার নাফিস ইকবালকে সরিয়ে দেওয়া হয়। তিনি সম্পর্কে তামিমের দাদা। তবে কি তামিম ঘনিষ্ঠদেরই দল থেকে সরানো হচ্ছে? সবটাই কি সাকিবের পরামর্শে? বাংলাদেশ বোর্ডের সাকিবের প্রতি আস্থার কথা অজানা নয় কারও। তবে কি সাকিবের প্রতি আস্থা রাখতে গিয়ে অন্যান্যদের হারাচ্ছে দল? বাংলাদেশি সংবাদমাধ্যমে ঘোরাফেরা করছে এমনই সব খবর।