বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুর! একসাথে ১৪ টি মন্দির ক্ষতিগ্রস্ত

বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুর! একসাথে ১৪ টি মন্দির ক্ষতিগ্রস্ত
Hindu temple vandalized again in Bangladesh

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুরের অভিযোগ। শনিবার রাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পর পর ১৪টি মন্দিরে ভাঙচুর করা হয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা বিদ্যানাথ বর্মন জানিয়েছেন,

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকান্ড শহর কলকাতায়, ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন

“শনিবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মন্দিরগুলিতে হামলা চালায়। মন্দির ভেঙে একাধিক অংশ পুকুরে ফেলে দেওয়া হয়। অন্তত ৯টি বিগ্রহ সম্পূর্ণ নষ্ট করা হয়েছে।” মন্দিরে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিদ্যানাথ বর্মন।

বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুর! একসাথে ১৪ টি মন্দির ক্ষতিগ্রস্ত

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাত এবং রবিবার ভোরের দিকে এই মন্দিরগুলিতে হামলা চালানো হয়। কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। অপরদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চট্টোপাধ্যায় বলছেন,

”এখানে বরাবর খুব সম্প্রীতির পরিবেশ। মুসলিমদের সঙ্গে আমাদের সদ্ভাব রয়েছে। এর আগে কখনও হিন্দুদের উপর এত বড় হামলা হয়নি। বুঝতেই পারছি না, কারা এমনটা করল।”

বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুর! একসাথে ১৪ টি মন্দির ক্ষতিগ্রস্ত

বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুর! একসাথে ১৪ টি মন্দির ক্ষতিগ্রস্ত

বালিয়াডাঙ্গি থানার ওসি খায়রুল আনম অবশ্য স্পষ্ট জানাচ্ছেন, এটা পরিকল্পিত হামলাই। এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্নিত করাই উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। তবে অপরাধী যে-ই হোক, কঠোর শাস্তি পাবেই। এই আশ্বাসও দিয়েছেন ওসি।