Nishith Pramanick: নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র! সিবিআইকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

Nishith Pramanick: নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র! সিবিআইকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
Calcutta High Court Decision on Nishith Pramanick attack

নজরবন্দি ব্যুরোঃ কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই ঘটনার তদন্তভার এবার সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খুঁজে বের করার নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। নথিপত্র খতিয়ে দেখে আদালত মনে করছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সিবিআইকে এই মামলার তদন্তভার দেওয়া উচিত।

আরও পড়ুনঃ Mamata Banerjee: সিঙ্গুর থেকে নিজের হাতে রাস্তাশ্রীর সুচনা করলেন মমতা, খোঁচা দিলেন কেন্দ্রকে

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি বুড়িরহাট এলাকায় সভা ছিল নিশীথ প্রামাণিকের। সেখানেই যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আগে থেকেই বুড়িরহাটের বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা কালো পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উপস্থিত হতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। নিশীথের গাড়ির ওপর হামলা চালানো হয়। পরে তৃণমূল ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা।

Nishith Pramanick: নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র! সিবিআইকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 

অভিযোগ, এদিন তৃণমূলের তরফে নিশীথের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকি বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগ। ওই এলাকায় বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়। ইটের হামলার কারণে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে গেছে। পরিস্থিতি মোকাবিলায় নামে প্রচুর পুলিশ বাহিনী। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস।

নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 

Nishith Pramanick: নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র! সিবিআইকে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
নিশীথের গাড়িতে হামলার পিছনে গভীর ষড়যন্ত্র, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 

সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, গোটা ঘতনার তদন্ত করুক সিবিআই। একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওপর যদি এভাবে হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কারণ, মামলাকারীর বক্তব্য ছিল, রাজ্য পুলিশ যদি তদন্ত করে, তাহলে সঠিকভাবে কারা অভিযুক্ত তা বোঝা যাবে না।