Rohit Sharma: ফ্র্যাঞ্চাইজিই এখন ক্রিকেটের মালিক! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজিই এখন ক্রিকেটের মালিক! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট
franchise now owns cricket! said Rohit

নজরবন্দি ব্যুরো: ফের ভারতীয় ক্রিকেট বিসিসিআই বনাম আইপিএল ফ্র্যাঞ্চাচাইজিদের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এবারের আইপিএল শুরুর ঠিক আগে জোর সংঘাত। কোটিপতি লিগের সঙ্গে লেগে গেল খোদ ভারতীয় ক্রিকেটের। কারণ, একের পর এক ভারতীয় ক্রিকেটারের চোট নিয়ে বিসিসিআই-এর সভাপতি রজার বিনির কড়া মনোভাব।

আরও পড়ুনঃ লজ্জার রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন সূর্যকুমার

Rohit Sharma: ফ্র্যাঞ্চাইজিই এখন ক্রিকেটের মালিক! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি প্রবল ভাবে চাইছেন, যাঁরা ভারতীয় দলে নিয়মিত খেলেন তাঁরা যেন আইপিএল-এ সব ম্যাচ না খেলেন। বুধবার অস্ট্রেলিয়ার কাছে এক দিনের সিরিজে হারের পর ভারতের অধিনায়কে প্রশ্ন করা হয় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও সিনিয়র ক্রিকেটারদের বেছে বেছে ম্যাচ খেলার বিষয় নিয়ে ।

Rohit Sharma: ফ্র্যাঞ্চাইজিই এখন ক্রিকেটের মালিক! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

তখনই রোহিত বলেন, “ফ্র্যাঞ্চাইজির উপরেই সব নির্ভর করছে। ওরাই এখন ক্রিকেটারদের মালিক। আমরা কিছু দলকে বার্তা পাঠিয়েছি ঠিকই। কিন্তু দিনের শেষে ফ্র্যাঞ্চাইজ়িদের ইচ্ছের উপরে কিছু বলা যাবে না। সবচেয়ে বড় কথা, ক্রিকেটারদের উপরেই এটা নির্ভর করছে। প্রত্যেকে প্রাপ্তবয়স্ক।

ফ্র্যাঞ্চাইজিই এখন ক্রিকেটের মালিক! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

Rohit Sharma: ফ্র্যাঞ্চাইজিই এখন ক্রিকেটের মালিক! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

নিজেদের শরীরের খেয়াল সবাইকে রাখতে হবে। যদি মনে হয় খুব বেশি খেলা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে দলের সঙ্গে কথা বলে দু-একটা ম্যাচে বিরতি নিতে পারে। তবে আমার সন্দেহ রয়েছে আদৌ এটা হবে কি না।” রোহিতের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠে যায় তাহলে কি এবার ভারতীয় ক্রিকেটের দিক নির্দেশ করবেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা?