লজ্জার রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন সূর্যকুমার
Suryakumar was named next to Sachin in the record of shame

নজরবন্দি ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেটে বাজিমাত করেছেন ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। ২০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর জায়গা করে নিয়েছেন ওয়ানডে ক্রিকেটেও। তবে অবাক করা বিষয় হল টি-টোয়েন্টির সেই ছন্দ টেনে আনতে পারেননি ওয়ানডে ক্রিকেটে।

আরও পড়ুনঃ আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

৫০ ওভারের ক্রিকেটে ২৩ ম্যাচ খেলে ফেললেও বলার মতো সাফল্য নেই টি-টোয়েন্টিতে এক নম্বরে থাকা সূর্য কুমারের। দলের অন্যতম তারকা শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ মিলেছিল সূর্যকুমারের।

Surya kumar Yadav: লজ্জার রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন সূর্যকুমার

এমন সুযোগে নিশ্চিতভাবেই নিজের জায়গাটা পোক্ত করতে চেয়েছিলেন সূর্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে হল যেন ঠিক উল্টোটা। টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মেরে লজ্জার রেকর্ড গড়লেন সূর্যকুমার।

Surya kumar Yadav: লজ্জার রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন সূর্যকুমার

বুধবার আবারও গোল্ডেন ডাক মারলে লজ্জার হ্যাটট্রিক হয় তাঁর। হ্যাটট্রিক ডাক মারার রেকর্ডে সূর্যকুমার পাশে পাচ্ছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারকে। ১৯৯৪ সালে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার পর টানা তিন ওয়ানডেতে ডাক মেরেছিলেন তিনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আর পরের দুই ম্যাচে শচীন ডাক মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

লজ্জার রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন সূর্যকুমার

Surya kumar Yadav: লজ্জার রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন সূর্যকুমার

শচীন ছাড়াও ভারতের হয়ে হ্যাটট্রিক ডাক রয়েছে অনিল কুম্বলে (১৯৯৬), জহির খান (২০০৩-০৪), ইশান্ত শর্মা (২০১০-১১) এবং জসপ্রিত বুমরাহ (২০১৭-১৮)। এদিকে ৪৬৩ ওয়ানডেতে ২০ ডাক নিয়ে সবচেয়ে বেশি ডাক মারা ক্রিকেটারদের তালিকায় শচীন রয়েছেন ১৩ নম্বরে।