আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল
East Bengal is sitting with investors to solve the problem of team formation

নজরবন্দি ব্যুরো: গতবার বহু প্রত্যাশা নিয়ে মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল। পুরনো ইনভেস্টর নিয়ে মরসুমের শুরুতে গন্ডগোল তারপর পুরনো ইনভেস্টররা চলে যাওয়ায় ইস্টবেঙ্গলের আইএসএল খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ অবধি নতুন ইনভেস্টর হিসেবে ইমামিকে পায় তারা।

আরও পড়ুনঃ দেবের গোলন্দাজ বাংলা সিনেমা জায়গা করে নিল লা লিগার অফিসিয়াল পেজে! মুগ্ধ সকলে

তত দিনে বাকিরা শক্তিশালী দল গুছিয়ে নিয়েছে। দেশি-বিদেশি নানা ফুটবলার সই করালেও তাদের মান নিয়ে প্রশ্ন ছিল। তাই এবার আগে ভাগে দল গোছানোর কাজে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। ইস্টবেঙ্গলের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, নানা বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার ইনভেস্টরের সঙ্গে আলোচনায় বসছে।

EastBengal: আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল
আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

গত মরসুমে দল গঠনে কী সমস্যা হয়েছিল, এ বার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটাই আজকের আলোচনার লক্ষ্য। এর আগে ইস্টবেঙ্গলের তরফে ফুটবলারদের একটি তালিকা পাঠানো হয়েছিল। ইমামির সঙ্গে চুক্তি হওয়ার পর সময় কম থাকায় জন্য ভালো দল গঠন করা যায়নি, এমনটাই ক্লাব কর্তাদের মত।

EastBengal: আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

তাঁদের অভিযোগ, ‘ইমামির সঙ্গে যখন সংযুক্তিকরণ হয়, সময় কম থাকায় টিম গঠন প্রক্রিয়া সফল হতে পারেনি। পরবর্তীতে সুযোগ থাকলেও বিনিয়োগকারী সংস্থা সেটাকে কাজে লাগাতে পারেনিI’ ইস্টবেঙ্গল কর্মকর্তারা আরো বলছেন, দেশের এক নম্বর টুর্নামেন্টে যে সমস্ত দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকে, তারা ৪৫ থেকে ৬০ কোটি টাকার টিম করে।

আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

EastBengal: আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

সেখানে ইস্টবেঙ্গল ১৮-২০ কোটি টাকার টিম গড়তে পেরেছে। এই বিশাল আর্থিক পার্থক্যটাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও পার্থক্য করে দিচ্ছে। পাশাপাশি ফুটবলারদের পারিশ্রমিক বাড়ানোরও আবেদন করা হবে, এমনটাই জানানো হয়েছে ক্লাবের তরফে।