EastBengal: আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: গতবার বহু প্রত্যাশা নিয়ে মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল। পুরনো ইনভেস্টর নিয়ে মরসুমের শুরুতে গন্ডগোল তারপর পুরনো ইনভেস্টররা চলে যাওয়ায় ইস্টবেঙ্গলের আইএসএল খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ অবধি নতুন ইনভেস্টর হিসেবে ইমামিকে পায় তারা।

আরও পড়ুনঃ দেবের গোলন্দাজ বাংলা সিনেমা জায়গা করে নিল লা লিগার অফিসিয়াল পেজে! মুগ্ধ সকলে

তত দিনে বাকিরা শক্তিশালী দল গুছিয়ে নিয়েছে। দেশি-বিদেশি নানা ফুটবলার সই করালেও তাদের মান নিয়ে প্রশ্ন ছিল। তাই এবার আগে ভাগে দল গোছানোর কাজে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। ইস্টবেঙ্গলের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, নানা বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার ইনভেস্টরের সঙ্গে আলোচনায় বসছে।

EastBengal: আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল
আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

গত মরসুমে দল গঠনে কী সমস্যা হয়েছিল, এ বার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটাই আজকের আলোচনার লক্ষ্য। এর আগে ইস্টবেঙ্গলের তরফে ফুটবলারদের একটি তালিকা পাঠানো হয়েছিল। ইমামির সঙ্গে চুক্তি হওয়ার পর সময় কম থাকায় জন্য ভালো দল গঠন করা যায়নি, এমনটাই ক্লাব কর্তাদের মত।

EastBengal: আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

তাঁদের অভিযোগ, ‘ইমামির সঙ্গে যখন সংযুক্তিকরণ হয়, সময় কম থাকায় টিম গঠন প্রক্রিয়া সফল হতে পারেনি। পরবর্তীতে সুযোগ থাকলেও বিনিয়োগকারী সংস্থা সেটাকে কাজে লাগাতে পারেনিI’ ইস্টবেঙ্গল কর্মকর্তারা আরো বলছেন, দেশের এক নম্বর টুর্নামেন্টে যে সমস্ত দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকে, তারা ৪৫ থেকে ৬০ কোটি টাকার টিম করে।

আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

EastBengal: আজ দল গঠনের সমস্যা মেটাতে ইনভেস্টারের সঙ্গে আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল

সেখানে ইস্টবেঙ্গল ১৮-২০ কোটি টাকার টিম গড়তে পেরেছে। এই বিশাল আর্থিক পার্থক্যটাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও পার্থক্য করে দিচ্ছে। পাশাপাশি ফুটবলারদের পারিশ্রমিক বাড়ানোরও আবেদন করা হবে, এমনটাই জানানো হয়েছে ক্লাবের তরফে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...