নজরবন্দি ব্যুরো: দিল্লি থেকে দারভাঙাগামী এক সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লেগে যায় গতরাতে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়ার কাছে। জানা যায়, প্রাণ বাঁচাতে অনেক যাত্রীই জানলা দিয়ে ঝাঁপান। এরই মাঝে অবশ্য আটজন যাত্রী আহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বগি একেবারে পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুনঃ সেমির নায়ক কিন্তু হতে পারত খলনায়ক! এভাবেও ফিরে আসা যায়, কুর্নিশ শামি
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন। রেল কর্মীদের তৎপরতায় সেই তিনটি কামরা বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। এদিন সরাই ভূপত স্টেশন পার করার সময় ট্রেনের কামরার বাইরে কালো ধোঁয়া বের হতে দেখেন স্টেশন মাস্টার।

সঙ্গে সঙ্গে ট্রেন চালককে খবর দেন তিনি। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেন। এর পর যাত্রীদের বিষয়টি জানানো হলেই তাঁরা দ্রুত বেরিয়ে আসেন। দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় জখম একাধিক যাত্রী। গোটা ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্কের পরিবেশ।
দারভাঙাগামী সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন, তিনটি বগি পুড়ে ছাই
জানা গিয়েছে, প্রথমে একটি কামরায় আগুন লাগে। পরে সেই কামরা থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও দু’টি কামরায়। সেই তিনটি স্লিপার ক্লাস কামরা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগা তিনটি কামরাকে বাকি ট্রেনের থেকে আলাদা করে দেওয়া হয়।