এবার বড় পর্দায় ফেলুদার নয়ন রহস্য, পরিচালক সন্দীপ রায়
Feluda's noyon rahashya on the big screen this time

নজরবন্দি ব্যুরো: টলিউডের কাছে এখন গোয়েন্দা গল্পই ভরসা বাংলা ছবিকে জিইয়ে রাখার জন্য। একদিকে সিনেমা-সিরিজে ব্যোমকেশের জয় জয়কার, ওটিটি প্ল্যাটফর্মেও গোয়েন্দা সিরিজ, আবার সৃজিতের হাত ধরে আসতে চলেছে দশম অবতার। সব মিলিয়ে আগামী বছরের মধ্যে এরগুচ্ছ গোয়েন্দারা দাপিয়ে বেড়াবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন: TRP: ফের সামনে এসে গেল TRP তালিকা, এই সপ্তাহে কে মাত দিল?

এরই মাঝে ফের বড়পর্দায় ফেলুদা ফিরতে চলেছে বলে খবর পাওয়া গেল। এবার ফেলুদাকে নিয়ে আসছেন পরিচালক সন্দীপ রায়। ফেলুদার নয়ন রহস্যকেই ছবির পর্দায় নিয়ে আসছেন সন্দীপ। আর এবার পরিচালক ফেলুদা বেছে নিয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত কে।

এবার বড় পর্দায় ফেলুদার নয়ন রহস্য, পরিচালক সন্দীপ রায়

সূত্রের খবর এই রকমই। তোপসের চরিত্রে দেখা যাবে আয়ুস দাসকে। ২০২২ সালে ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহনবাবুর চরিত্রে।

এবার বড় পর্দায় ফেলুদার নয়ন রহস্য, পরিচালক সন্দীপ রায়

Tollywood News: এবার বড় পর্দায় ফেলুদার নয়ন রহস্য, পরিচালক সন্দীপ রায়

‘নয়ন রহস্য’ ছবিতেও এই একই অভিনেতাদের দেখা যাবে বলে সূত্রের খবর। তবে পুরোটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই বিষয়ে এখনই কোনও কিছু জানাতে নারাজ পরিচালক। যদিও ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ফেলুদার এই গল্প অনুসারে, কাহিনির বেশ কিছুটা অংশের শ্যুটিং চেন্নাইতে হবে। তাই দক্ষিণে পাড়ি দিতে পারে ছবির টিম।

Tollywood News: এবার বড় পর্দায় ফেলুদার নয়ন রহস্য, পরিচালক সন্দীপ রায়