Mia Khalifa: প্রয়াত বিখ্যাত পর্ন তারকা মিয়া খলিফা, কেঁদে ভাসালেন অনুরাগীরা

প্রয়াত বিখ্যাত পর্ন তারকা মিয়া খলিফা, কেঁদে ভাসালেন অনুরাগীরা
Pornstar Mia Khalifa’s official Facebook page turned into a memorial page

নজরবন্দি ব্যুরোঃ  নেট দুনিয়ায় কে যে কখন ‘মৃত’ হয়ে যাবেন বলা মুশকিল। লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফা (Mia Khalifa) প্রয়াত! অন্তত তাঁর ফেসবুক প্রোফাইল তাই বলছে। মিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লক্ষ অনুরাগী তাঁকে ফলো করেন। প্রোফাইল হ্যাক হয়েছে কি না জানা না গেলেও, কোনও এক অজ্ঞাত কারণে তাঁর ফেসবুক প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়েছিল।

আরও পড়ুনঃ COVID-19 in India: দেশের ১০ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

ঠিক কী হয়েছিল? গত শনিবার ফেসবুকে (Facebook) আচমকাই মিয়া খলিফার প্রোফাইলটিকে ‘মেমোরিয়ালাইজড’ অ্যাকাউন্ট হিসেবে বদলে দেয়। কেউ মারা গেলে এই ভাবে তাঁর অ্যাকাউন্টটি বদলে দেওয়ার পদ্ধতি বহুদিন ধরেই রয়েছে। মিয়ার অ্যাকাউন্টটির নামকরণ হয় ‘রিমেম্বারিং মিয়া খলিফা’। সেখানে লেখা হয়, ‘যাঁরা মিয়া খলিফাকে ভালবাসতেন তাঁরা এই প্রোফাইলে এসে ওঁকে দেখে স্মৃতি রোমন্থন করতে পারবেন।’

প্রয়াত বিখ্যাত পর্ন তারকা মিয়া খলিফা, কেঁদে ভাসালেন অনুরাগীরা
প্রয়াত বিখ্যাত পর্ন তারকা মিয়া খলিফা, কেঁদে ভাসালেন অনুরাগীরা

সরিয়ে দেওয়া হয় তাঁর সমস্ত পোস্ট। যোগ করা নতুন একটা সেকশন ‘ট্রিবিউটস’। মিয়া খলিফার সমস্ত বন্ধু ও আত্মীয়কে অনুরোধ করা হয়, এখানে এসে তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করতে। এর আগে ২০২০ সালেও এক বার মিয়ার মৃত্যুর ভুয়ো খবর সমাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শুধু মিয়া নন, মর্গ্যান ফ্রিম্যান, সিলভেস্টার স্ট্যালোন, বিয়োন্সে, টম ক্রুজ, ব্র্যাড পিটের ভুয়ো মৃত্যুর খবরও ছড়িয়েছিল সমাজমাধ্যমে।

এরপরই সোশ্যাল মিডিয়ায় রটে যায়, মিয়া খলিফার মৃত্যুসংবাদ। শেষে খোদ মিয়াকেই আসরে অবতীর্ণ হতে হয়। তবে ফেসবুক নয়, তিনি টুইটারকে বেছে নেন, নিজের জীবিত থাকার খবর দিতে। তবে আলাদা করে কিছু না লিখে মিয়া শেয়ার করেন একটি মিম। ১৯৭৫ সালের ‘মন্টি পাইথন অ্যান্ড দ্য হোলি গ্রেইল’ নামের একটি ছবির দৃশ্য থেকে তৈরি ওই মিমের মাধ্যমেই মিয়ার সরব ঘোষণা, ‘আমি এখনও মরিনি। দিব্যি রয়েছি।’

প্রয়াত বিখ্যাত পর্ন তারকা মিয়া খলিফা, কেঁদে ভাসালেন অনুরাগীরা

aac0a25f8960dc23bae2b7279afc6a9e

উল্লেখ্য, কয়েক বছর আগে খবর চাউর হয়েছিল মিয়া নাকি এইচআইভি-তে আক্রান্ত। তা নিয়ে বিস্তর শোরগোল পড়েছিল। পরে সব গুজব উড়িয়ে দেন জনপ্রিয় তারকা। তবে মিয়া একাই নন, মারা যাওয়ার আগেই এমন ‘মৃত্যু’ হয়েছে বহু তারকার। আর্নল্ড সোয়ারজেনেগার, জ্যাকি চ্যান, জিম কেরির মতো বহু তারকারই মৃত্যুগুজব রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রয়াত বিখ্যাত পর্ন তারকা মিয়া খলিফা, কেঁদে ভাসালেন অনুরাগীরা
প্রয়াত বিখ্যাত পর্ন তারকা মিয়া খলিফা, কেঁদে ভাসালেন অনুরাগীরা