‘নোরা চাইতেন আমার সাথে জ্যাকলিনের সম্পর্ক ভেঙে তাঁর সঙ্গে থাকুন’ এবার বিস্ফোরক সুকেশ
Explosive Sukesh about Nora

নজরবন্দি ব্যুরোঃ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। অতিরিক্ত চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে তাঁর। অন্যদিকে এই মামলায় নাম জড়িয়েছে বলিউডের আইটেম গার্ল নোরা ফতেহিরও।

আরও পড়ুনঃ ‘শাহরুখকে চিনি না’, অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই এই কাজ করলেন বাদশা

এবার নোরাকে নিয়ে বিস্ফোরক সুকেশ। তিনি লেখেন, নোরা বরাবরই জ্যাকলিন কে হিংসে করতেন। জ্যাকলিনের বিরুদ্ধে সুকেশের ব্রেনওয়াশ করতেও পিছপা হননি নোরা। নোরা চাইতেন যে, আমার সাথে জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভেঙে তাঁর সঙ্গে থাকুন। সুকেশ আরও লেখেন যে, নোরা তাঁকে দিনে ১০ বার ফোন করতেন। ফোন না তুললে তিনি ক্রমাগত ফোন করেই যেতেন।

‘নোরা চাইতেন আমার সাথে জ্যাকলিনের সম্পর্ক ভেঙে তাঁর সঙ্গে থাকুন’ এবার বিস্ফোরক সুকেশ

সুকেশের থেকে বিলাসবহুল গাড়ি নিতে অস্বীকার করেন, একথা সর্বৈব মিথ্যে বলে জানান সুকেশ চন্দ্রশেখর। তিনি লেখেন যে, ‘নোরা বরাবরই আমার পিছনে পড়েছিল। নিজের গাড়িতে চেঞ্জ করতে মরিয়া হয়ে উঠেছিল। ওর নিজের গাড়িটাকেই ওর চিপ মনে হত। আমিই ওকে গাড়ি কিনে দিই। সেই চ্যাটের সব স্ক্রিনশট আমি ইডিকে প্রমাণ হিসাবে পাঠিয়েছি। ওকে রেঞ্জ রোভার কিনে দেওয়ার কথা ছিল। কিন্তু বিএমডব্লু ফাইভ সিরিজ কিনে দেওয়া হয়।

‘নোরা চাইতেন আমার সাথে জ্যাকলিনের সম্পর্ক ভেঙে তাঁর সঙ্গে থাকুন’ এবার বিস্ফোরক সুকেশ

কারণ ওর তখন খুব তাড়া ছিল। ঐ গাড়িটি নিজের নামে না নিয়ে ওর বন্ধুর বর ববি খানের নামে রেজিস্টার করায় নোরা।’ এর আগে জ্যাকলিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন নোরা। তাঁর অভিযোগ ছিল, সুকেশ মামলায় তাঁর নাম টেনে অভিনেত্রী তাঁর মানহানি করেছেন। আগামী ২৫ মার্চ ওই মামলার শুনানি হওয়ার কথা।

‘নোরা চাইতেন আমার সাথে জ্যাকলিনের সম্পর্ক ভেঙে তাঁর সঙ্গে থাকুন’ এবার বিস্ফোরক সুকেশ

‘নোরা চাইতেন আমার সাথে জ্যাকলিনের সম্পর্ক ভেঙে তাঁর সঙ্গে থাকুন’ এবার বিস্ফোরক সুকেশ

অন্যদিকে সুকেশের প্রসঙ্গে বয়ান রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়েন জ্যাকলিন। তাঁর বয়ানে জ্যাকলিন বলেন সুকেশ তাঁর আবেগ ও তাঁর কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলেছে। জেল থেকেও নাকি তাঁকে ফোন ক্রতে সুকেশ। তিনি যে জেলে আছেন তাও জ্যাকলিন জানতেন না বলেই দাবি অভিনেত্রীর।