নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খানের নতুন ছবি পাঠান রিলিজের আগেই তার ‘বেশরম’ গান নিয়ে তোলপাড় গোটা দেশ। সেই শাহরুখকে চেনেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে শাহরুখ তাঁকে ফোন করলে পাঠান নিয়ে ভেবে দেখব বলে জানালেন হিমন্ত।
আরও পড়ুনঃ দিল্লির নেতারা সবুজ সংকেত দিলেই যোগদান শুরু হবে, বিস্ফোরক মিঠুন
কারণ সম্প্রতি অসমের গুয়াহাটির নারাঙ্গ এলাকার এক হলে ভাঙচুর চালায় বজরং দল। দাবি কোন মতেই দেখানো যাবে না ‘পাঠান’। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য, ‘‘কে শাহরুখ খান! চিনি না। আমি শাহরুখ খান কিংবা ওঁর ছবি সম্পর্কে কিছুই জানি না। যদিও সমস্যায় পড়লে বলিউডের অনেকেই ফোন করেন আমাকে। শাহরুখ খান কোনও দিনও ফোন করেননি। যদি ফোন করেন, ভেবে দেখব।’’

এর পরেই নাকি ফোন করেন বলিউড বাদশা। অসমের মুখ্যমন্ত্রী জানান, ‘‘রাত দুটো নাগাদ বলিউড তারকা শাহরুখ খান আমাকে ফোন করেন। গুয়াহাটির ঘটনায় তিনি তাঁর উদ্বেগের কথা জানান আমাকে। আপাতত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
‘শাহরুখকে চিনি না’, অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই এই কাজ করলেন বাদশা
পাঠান ছবিতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি ও বেশরম গানটি নিয়ে প্রবল তোলপাড় শুরু করেছে হিন্দুত্ববাদী দলগুলি। তাঁদের দাবি ওই গানে গেরুয়া রঙকে অপমান করা হয়েছে।