বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন, আজব ঘটনায় চাঞ্চল্য গোটা রাজ্যে।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন, আজব ঘটনায় চাঞ্চল্য গোটা রাজ্যে। গতকাল রাজ্যে ছিল দ্বিতীয় দফার ভোট। ৩০ টি আসনের প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হয়েছে গতকাল। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও গতকাল প্রতিবেশী রাজ্য অসমেও ছিল দ্বিতীয় দফার ভোট। সেই ভোটে বেনজির ঘটনার সাক্ষী থাকল অসম রাজ্য।

আরও পড়ুনঃ ভোট মিটতেই নন্দীগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গের পথে মমতা, আজই উত্তরে প্রচারে অমিত।

সেখানে এক ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির এক প্রার্থীর গাড়িতে করে ভোট মেটার পর ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। যা নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ভিডিও সামনে আস্তে ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। পরিস্থিতি এমনই হয় যে বিক্ষোভ সামাল দিতে নামাতে হয় পুলিশ। এমনকি শূন্যে গুলিও চালাতে হয়। কি দেখা যাচ্ছে ওই ভিডিওতে? অসমের বরাক উপত্যকার পাথরকান্ডির বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। ভিডিওতে দেখা যায় ভোট মেটার পর একটি ‘বলেরো’ র পেছনে রাখা রয়েছে ইভিএম বাক্সগুলি। যেগুলিতে রয়েছে সেখানকার মানুষের সদ্য দেওয়া ভোট।

এদিকে ওই গাড়ির নম্বর দেখেই (AS10B0022) বিরোধীরা দাবি করতে থাকেন ওই গাড়ি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুর। সাথে সাথে এই প্রশ্নও তোলে নির্বাচন কমিশন কেন একজন প্রার্থীর গাড়ি ইভিএম নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছে? অসন্তোষ ধীরে ধীরে বিক্ষোভের চেহারা নেয়। শেষ পর্যন্ত পুলিশ নেমে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এদিকে অসমের করিমগঞ্জে প্রবল উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে করিমগঞ্জে। বিশাল পুলিশ বাহিনী নামিয়ে নিয়ন্ত্রনে রাখা হয়েছে ওই এলাকা। এদিকে এই ঘটনার ভিডিও শেয়ার করে ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন, আজব ঘটনায় চাঞ্চল্য গোটা রাজ্যে। তাঁর দাবি এই ঘটনার পর সত্ত্বর পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশনের। কীভাবে কমিশন ভোটের কাজের জন্য বিজেপি প্রার্থীর গাড়ি ব্যবহারের অনুমতি দেয়? এই প্রশ্নও তুলেছেন সোনিয়া-কন্যা। সব মিলিয়ে শেষ দফা ভোটের আগে ইভিএম বিতর্কে সরগরম আসাম। বিজেপির তরফ থেকে এই ঘটনার কোন ব্যাখ্যা মেলেনি।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

ভোটের মাত্র কয়েকদিন আগে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে...
কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

“আমি রচনাকে প্রার্থী করেছি , কারণ যিনি এখানে বিজেপির প্রার্থী আছেন তিনি সকলের গলারই লকেট!” সঙ্গে তিনি আরও বলেন, “আমি খারাপ সেন্সে বলছি না । ভাল সেন্সেই বলছি । আর আমি বলব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো , রচনাকে তাই প্রার্থী করেছি।”
বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে দোষ দিতে পারে। আর সেই খুন হবে আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে। ঘাটাল জিততে মরিয়া হয়ে যে কোনও রকমের ঝুঁকি নিতে পারে বিজেপি বলে দাবি দেবের।
বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি জানান যে ২০২৩ সালের আগের সমস্ত ছবিই তিনি আর্কাইভ করেছেন, সেই কারণেই প্রোফাইলের ওয়াল থেকে ২০২৩ সালের আগের ছবি ছবিই উধাও হয়ে গিয়েছে। তারমধ্যেই তাঁদের বিয়ের ছবিও ছিল।
অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

তেলেঙ্গানার জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের মধ্যে অম্বানি-আদানী ইস্যু নিয়ে সরব হলেন তিনি। অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে...

Lifestyle and More...