SSC Scam: শান্তিনিকেতনে অভিযানে নামল ইডি, নজরে অনুব্রত ঘনিষ্ঠরা

নজরবন্দি ব্যুরোঃ শান্তিনিকেতনে পার্থ অর্পিতার বেনামি সম্পত্তির হদিশ পেতেই বুধবার তল্লাশি অভিযান শুরু করল ইডি। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে একাধিক বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক ব্যবসায়ী ও নেতার বাড়িতে উপস্থিত হয়েছে ইডির আধিকারিকরা।

আরও পড়ুনঃLiquor Price: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, সপ্তাহান্তে বাড়তে চলেছে মদের দাম

সূত্রের খবর, মঙ্গলবারেই উপস্থিত হয়েছে ইডির একটি টিম। বুধবার সকাল থেকে বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে চলছে তল্লাশি অভিযান। শান্তিনিকেতনে অভিযানে নামল ইডি, সকালে ওই গেস্ট হাউজ় থেকে ১৪ টি গাড়ি বের হতে দেখা হয়েছে। তবে প্রত্যেকটি গাড়ির গন্তব্য এখনও স্পষ্ট নয়। এমনকি নানুরের দিকেও বিশেষ অভিযান চলছে বলে জানা গিয়েছে।

শান্তিনিকেতনে অভিযানে নামল ইডি, কান টানতে চায় ইডি 
শান্তিনিকেতনে অভিযানে নামল ইডি, কান টানতে চায় ইডি 

সিউড়িতে পাথর ব্যবসা করেন টুলু মণ্ডল। তাঁর বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। জানা যাচ্ছে, টুলু মণ্ডল এলাকায় অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইডির অপর দল হানা দেয় বাসাপাড়া এলাকার বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের বাড়িতে। এই দু’জনই অনুব্রত-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

শান্তিনিকেতনে অভিযানে নামল ইডি, কান টানতে চায় ইডি 

শান্তিনিকেতনে অভিযানে নামল ইডি, কান টানতে চায় ইডি 
শান্তিনিকেতনে অভিযানে নামল ইডি, কান টানতে চায় ইডি 

ইডি সূত্রে খবর, বীরভূমের একাধিক জায়গায় একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সেই সমস্ত সম্পত্তি খতিয়ে দেখতেই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা।

অন্যদিকে, আজই ১০ দিনের হেফাজত শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়ের। আজ আদালতে পেশ করা হবে পার্থ ও অর্পিতাকে। আজ কী জামিন মিলবে? প্রশ্ন উঠতে শুরু করেছে।