নজরবন্দি ব্যুরো: অজয় দেবগনের দৃশ্যম ছবি বেশ ভালো সাড়া ফেলেছিল বক্সঅফিসে। আর এবার ও সেই সাসপেন্স থ্রিলারেরই এল পরের পার্ট দৃশ্যম ২। সেই ছবির সিক্যুয়েন্স মুক্তি পেল শুক্রবার। আগের মতোই টানটান উত্তেজনা রয়েছে ছবিতে। রয়েছে টুইস্ট ও টার্ন। মালয়ালম ভাষায় তৈরি ‘দৃশ্যম’ ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তা সাফল্য পাওয়ার পরই হিন্দি ভাষায় ‘দৃশ্যম ২’ (Drishyam 2) ছবি তৈরির কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: পর পর ১০বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা, অবস্থা আরও সংকটজনক
পরিচালনার দায়িত্ব পান অভিষেক পাঠক। নতুন ছবিতে সাত বছরের পরের কাহিনি দেখানো হয়েছে। ১৮ই নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে অভিষেক পাঠক পরিচালিত এই ছবি। প্রথমদিনেই ছবির ঝুলিতে এল ১৫ কোটি ৩৮ লক্ষ টাকা। এরআগে আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির দিনে ব্যবসা করেছিল ৩৭ কোটি টাকা।

সেই হিসেবে চলতি বছরে মুক্তির দিনে বিপুল ব্যবসা করা হিন্দি ছবির মধ্যে ‘দৃশ্যম ২’ দ্বিতীয় নম্বরে। উল্লেখ্য,বর্তমানে করোনা পরবর্তী সময়ে সিনেমা হলের থেকে ওটিটি প্লাটফরমেই মানুষ বেশি সিনেমা দেখতে পছন্দ করেন। তাই বর্তমানে কোন সিনেমা মুক্তি পেলেই দর্শকদের মধ্যে প্রশ্ন জাগে কবে ওটিটি প্লাটফর্মে আসবে সিনেমাটি।
শীঘ্রই ওটিটি-তে আসছে দৃশ্যম ২, উত্তেজনা বাড়ছে দর্শকমহলে
তবে ‘দৃশ্যম ২’ ওটিটি প্লাটফর্মে আসতে লাগবে মাত্র ৬ থেকে ৮ সপ্তাহ। তাই ১৮ ই নভেম্বর ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার কারণে দৃশ্যম ২ সম্ভবত জানুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে মনে করা হচ্ছে বক্সঅফিসে প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙবে অজয় দেবগন অভিনীত এই সিনেমাটি।