DEV: পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক

পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক
Dev will be a 'brand ambassador' in tourism

নজরবন্দি ব্যুরো: শাহরুখ সময় পাচ্ছে না। তাই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেবকেই বেছে নিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের একটি বৈঠকে এমনটাই প্রস্তাব দিলেন তিনি। বুধবার দেবকে প্রস্তাব দিলেও মমতা উল্লেখ করেছেন, শাহরুখ যেমন ব্র্যান্ড অ্যাম্বাসাডর আছেন, তেমনই থাকবেন।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির আঁচ পৌঁছাল সংসদে, বিক্ষোভে শামিল বঙ্গ বিজেপির সাংসদরা

DEV: পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক
পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক

তবে পর্যটন দফতরকে উদ্যোগ নিয়ে একটি ভিডিয়ো তৈরি করার কথাও এদিন বলেছেন মমতা, যাতে দেখা যাবে দেবকে। আচমকা দিদির এই অনুরোধ শুনে খানিক হকচকিয়ে যান অভিনেতা-সাংসদও। তিনি বলে ওঠেন, ‘আমি?’ এরপরেই দেবকে পর্যটন দফতর থেকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

DEV: পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক
পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক

আর এবার ধাতস্ত হয়ে এবার নায়ক, সাংসদ এই নিয়ে কী বললেন? দেব বলেন, ‘আমি এখনও বুঝতে পারছি না, বিষয়টা বুঝে উঠতে পারিনি, তবে বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করা গর্বের। আমি এখনও সবটা হজম করতে পারিনি। তবে চেষ্টা করব যাতে বাংলার মান সম্মান রাখতে পারি। উনি আমার উপর ভরসা করেছেন, এটা আমার কাছে সম্মানের।

পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক

DEV: পর্যটনে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ দেব, মমতার সিদ্ধান্তে কী বললেন নায়ক

যদি বাংলার এগিয়ে যাওয়ায় আমি শরিক হতে পারি, সেটা সত্যিই গর্বের।’ উল্লেখ্য, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর আগে বহুবার দেখা গেছে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও বারবার চর্চায় এসেছে। এখন সেই শাহরুখকে নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন মমতা।