নজরবন্দি ব্যুরোঃ অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রাজ্যের পরিকাঠামো যথেষ্ঠ নেই, অভিযোগ বিজেপির। রাজ্য অ্যাডিনো ভাইরাস ত্রাসের সৃষ্টি করে৷ এই ভাইরাসে আক্রান্ত প্রতিদিনই শিশুমত্যুর ঘটনা প্রকাশ্যে আসছে ৷ ইতিমধ্যেই নবান্ন থেকে সাংবাদিক সন্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন ৷
আরও পড়ুনঃ এত খেয়েছে চলতে অসুবিধা হচ্ছে, ডিএ ইস্যুতে শাসক দলকে একহাত নিলেন কৌস্তভ
সচেতন থাকতে বলেছেন। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েই চলেছে। রবিবার ভোরে ফের মৃত্যু হল দুই এক রত্তি শিশুর। বনগাঁর মালঞ্চ অঞ্চলের বাসিন্দা মাস ৪-এর এক শিশু পুত্র জ্বর, সর্দি, শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিল বেশ কয়েকদিন ধরে। এরপর গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই শিশুকে নিয়ে আসা হয় ফুলবাগানের বিসি রায় হাসপাতালে।

নিয়ে আসার পর থেকে চিকিৎসা শুরু হলেও অবশেষে রবিবার ভোর চারটে নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে মেটিয়াবুরুজের ১ বছর ৭ মাসের এক শিশু কন্যাকে সম্প্রতি ভর্তি করা হয় বি সি রায় শিশু হাসপাতালে। এই শিশুও জ্বর, সর্দি, কাশি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে।
আট দিন আগে শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের তরফে নিয়ে আসা হয় বি সি রায় হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শ মত ভর্তি করা হয় এই হাসপাতালেই। তবে শেষ রক্ষা হয়নি। রবিবার ভোর ছটা নাগাদ মৃত্যু হয় মেটিয়াবুরুজের এই একরত্তির।
অ্যাডিনো পরিস্থিতির অবনতি, রাজ্যে আজ ফের আরও ২ শিশুর মৃত্যু
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে৷ এর মধ্যে কিছু সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসের কারণে, আর কিছু শিশুর মৃত্যু হয়েছে ARI তে।