বাগবাজারে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন।

নজরবন্দি ব্যুরো: বাগবাজারে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। বাগবাজারে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগল। আগুনে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। হাওয়ার জেরে দ্রুত ছড়াচ্ছে আগুন। দমকল দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। বাগবাজার মহিলা কলেজের কাছে ঝুপড়িতে আগুন। ঝুপড়িতে আগুন লাগার জেরে যান চলাচল ব্যাহত। সেন্ট্রাল এভিনিউর একাংশে যান চলাচল ব্যাহত।
আরও পড়ুনঃফের বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, তীব্র যানজটের আশঙ্কা।
জানা গিয়েছে, বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বাগবাজার ক্যানেল রোড সংলগ্ন ব্রিজের নীচে বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজে এদিন কেঁপে ওঠে সংলগ্ন এলাকা।
যদিও কীভাবে আগুন লাগল তা এখনও অবধি জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। এখনো অবধি কোনো হতাহতের খবর মেলেনি। দমকলের পাশাপাশি আগুন নেভানোর জন্য বিশেষ বাইকও পাঠানো হয়েছে বলে খবর।
বাগবাজারে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, দমকলের ইঞ্জিন পৌঁছতে অনেকটা বেশি সময় লেগেছে। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা।