নজরবন্দি ব্যুরো: একটি দল ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। কিন্তু অন্য দলের সামনে সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার। এক দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। অন্য দিকে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। বুধবার মুখোমুখি দু’দল। দিল্লি ক্যাপিটালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তা একশো শতাংশই নিশ্চিত।
আরও পড়ুন: Sourav Ganguly-র নিরাপত্তা বাড়াল নবান্ন, কোন আশঙ্কার জেরে এই সিদ্ধান্ত?
ছিটকে গেলেও বাকি দলের কাছে অনেক বড় ভরসা এখন দিল্লি ক্যাপিটালসই। তারা যাকে হারাবে সেই দলের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। ফলে অন্য কোনও না কোনও দলের সুবিধা হবে। এই অবস্থায় ধর্মশালায় আজ দিল্লি ক্যাপিটালস নামছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। পয়েন্ট টেবলে পঞ্জাব কিংসও খুব ভালো জায়গায় রয়েছে তা নয়।

তবে অঙ্কের বিচারে এখনও তাদের সুযোগ রয়েছে প্লে-অফে যাওয়ার। তার জন্য বাকি দু-ম্যাচেই বিশাল বড় ব্যবধানে জিততে হবে। কয়েক দিন আগেই দিল্লির মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে হারতে হয়েছিল দিল্লিকে। এ বার তাদের সামনে সুযোগ রয়েছে বদলা নেওয়ার। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে খেলা।
রাতের খেলায় শিশিরের প্রভাব থাকে। তাই দু’দলের কাছেই টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গত ম্যাচে প্রভসিমরন সিংয়ের সেঞ্চুরি এবং বোলিংয়ে বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রার ও রাহাুল চাহারের অনবদ্য পারফরম্যামন্সে ৩১ রানে জিতেছে পঞ্জাব কিংস। তবে দিল্লি এই ম্যাচে জিতলে বেশ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলবে প্লে-অফের দৌড়ে থাকা অন্য দলগুলি।
লাস্ট বয় দিল্লিই এখন বাকিদের ভরসা, আজ জিততেই হবে পাঞ্জাবকে
অপর দিকে দিল্লিকে হারাতে পারলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হবে পঞ্জাবের। বাকি থাকবে আর একটি ম্যাচ। অর্থাৎ, সর্বাধিক ১৬ পয়েন্ট হতে পারে ধাওয়ানদের। সে ক্ষেত্রেও সরাসরি প্লে-অফে উঠতে পারবেন না তাঁরা। তবে একটা সুযোগ থাকবে। বাকি দলগুলির ফলের উপর নির্ভর করতে হবে তাঁদের।