নজরবন্দি ব্যুরো: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। গত মঙ্গলবার তাঁর নিরাপত্তার মেয়াদ শেষ হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন সৌরভ পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। হঠাৎ কেন ওয়াই থেকে জেড ক্যাটাগরি বাড়ানো হল তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত?
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। মঙ্গলবারই তার নিরাপত্তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় নবান্ন। মঙ্গলবার একটি বিশেষ বৈঠকের পর দাদার নিরাপত্তায় পদোন্নতির ছাড়পত্র দিয়েছে নবান্ন ও লালবাজার। এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ায় প্রাক্তন বিসিসিআই সভাপতির বাড়ির বাইরে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ৩ জন এবং স্থানীয় থানার ৩ জন মিলিয়ে মোট ৬ জন পুলিশকর্মী থাকতেন।
‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন এখন সৌরভ। জানা গিয়েছে, এবার থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশকর্মী থাকবেন। এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় পাইলট কারের সুবিধা পেতেন মহারাজ। এবার সেখানেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হবে। কি কারণে হঠাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

সূত্রে খবর, ব্যাক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে বিষয়টি হয়েছে নির্দিষ্ট প্রোটোকল মেনেই। কোনও ভিআইপির ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার নির্দিষ্ট মেয়াদ থাকে। সেই মেয়াদ শেষ হওয়ায় গতকালই বৈঠক করে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
Sourav Ganguly-র নিরাপত্তা বাড়াল নবান্ন, ওয়াই থেকে জেড ক্যাটাগরি
