Howrah-Puri Vande Bharat: বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত?

বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত?
Puri to Howrah Vande Bharat Express starts from Rs 1,100 upto 2,200

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু এখন সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার চোখ ছিল বন্দে ভারত এক্সপ্রেস পুরী গিয়ে সেই একই দিনে ফিরতে পারে কিনা তা দেখার জন্যে। যা সফল ভাবে সম্পন্ন হয়েছে। আর এবার সেই ট্রেন নিয়মিত ভাবে চলবে হাওড়া পুরী রুটে। বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Bande Bharat Express)।

আরও পড়ুনঃ চাকরি বাতিলের মামলায় ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল পর্ষদ, এবার কি হবে চাকরিহারাদের?

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটির উদ্বোধন হচ্ছে ১৮ মে বৃহস্পতিবার। পুরী থেকে ট্রেনটি উদ্বোধন হওয়ার পর আসবে হাওড়া স্টেশনে। ২০ মে, শনিবার থেকে নিয়মিত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি দেওয়া হয়েছে ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব ডিভিশনকে। হাওড়া (Howrah) থেকে পুরী (Puri) এ বার আরও কম সময়ে যাওয়া যাবে। হাওড়া-পুরী যাতায়াতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। সপ্তাহে শুধু বৃহস্পতিবার চলবে না এই ট্রেন।

বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত? কি সুবিধা?
বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত? কি সুবিধা?

ভারতীয় রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিন দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।

১৬ কামরার এই ট্রেন হাওড়া থেকে পুরী যাওয়ার পথে থামবে খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে। বুধবার থেকে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এটি সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বেলা ১২ টা ৩৫ মিনিটে পুরী স্টেশনে গিয়ে পৌঁছবে। আবার পুরী থেকে বেলা ১টা ৫০-এ ছেড়ে সেটি হাওড়া স্টেশনে ফিরবে রাত ৮টা ৩০ মিনিটে।

বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত? কি সুবিধা?

Howrah-Puri Vande Bharat: বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, ভাড়া কত?

সাধারণ শ্রেনীতে হাওড়া থেকে পুরী যেতে বা পুরী থেকে হাওড়া ফিরতে ভাড়া পড়বে ১১০০ টাকা এবং বিজনেস ক্লাসের জন্যে ভাড়া পড়বে ২২০০ টাকা। সাধের পুরীতে বাঙালির বন্দে ভারতে চড়ে যাত্রা সময়ের অপেক্ষা মাত্র। সকালে ট্রেনে চড়ে পুরী গিয়ে আবার রাতের মধ্যেই ফিরতে পারবেন কলকাতায়। সেমি হাইস্পিড এই ট্রেন সর্বোচ্চ ১৬০ কিলোমিটার স্পিডে চলবে হাওড়া পুরী রুটে বলে খবর।