Egra BLast: বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে! এবার এগরাকাণ্ডে CID-র জালে ভানু বাগের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: এগরা বিস্ফোরণের ঘটনায় এবার ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল CID। সিআইডি সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনার পর থেকেই কৃষ্ণপদ ওরফে ভানু বাগের স্ত্রী লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে ভানুর স্ত্রী গীতারানিকে গ্রেফতার করে হয়। আজ ধৃতকে ওড়িশা থেকে নিয়ে আসা হবে পূর্ব মেদিনীপুরে। স্বাস্থ্য পরীক্ষা করেই আজই তাঁকে আদালতে তোলা হবে বলে সিআইডি (CID) সূত্রে খবর। এগরা বিস্ফোরণকাণ্ডে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যুর পর গ্রেফতার হন ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। তাছাড়াও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: Actors Death: বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! প্রয়াত জনপ্রিয় এই দুই তারকা

প্রসঙ্গত, এগরা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম অবস্থায় দীর্ঘপথ বাইকে গিয়ে কটকের হাসপাতালে ভরতি হয়েছিলেন ভানু। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেই জানা গিয়েছিল। এরপর খোঁজ পেয়ে পুলিশ কটকের নার্সিংহোমে পৌঁছালে ভানু আর তাঁর ছেলে ও ভাইপোকে গ্রেফতার করে। শারীরিক অসুস্থতাআ কারণে ভানুর ওই হাসপাতালেই চিকিৎসা চলে। কিন্তু অবশেষে মৃত্যু হয় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানুর। কটকের হাসপাতালে তাঁর মৃত্যু হয়ে।

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ
বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ

পুলিশ সূত্রের খবর, মূল অভিযুক্তের পাশাপাশি তাঁর স্ত্রী গীতাও আহত হয়েছেন। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় ণ হারিয়েছেন ১২ জন। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে প্রথম থেকেই নাম উঠে আসে ভানু ও ভানুর স্ত্রী গীতা বাগের। এছাড়াও এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়।

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ

উল্লেখ্য, গত ১৬ ই মে মঙ্গলবার আচমকা বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। জানা যায়, খাদিকুল গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে একের পর এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় কয়েকজনের দেহ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে বেশকিছুটা দূরে গ্রামের রাস্তায় ছড়িয়েছিটিয়ে পরেছিল ছিন্নভিন্ন দেহ গুলি। পাশাপাশি আহত হন আরও অনেকেই। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশকর্মীরা পৌঁছলে, গ্রামের মানুষরা তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করার নির্দেশ দেন। অভিযুক্ত ভানু কিভাবে জামিন পেল তা জানতেও চেয়েছেন তিনি।

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...