Egra BLast: বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে! এবার এগরাকাণ্ডে CID-র জালে ভানু বাগের স্ত্রী

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এবার এগরাকাণ্ডে CID-র জালে ভানু বাগের স্ত্রী
CID arrested Bhanu Bag Wife Geeta Bag

নজরবন্দি ব্যুরো: এগরা বিস্ফোরণের ঘটনায় এবার ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল CID। সিআইডি সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনার পর থেকেই কৃষ্ণপদ ওরফে ভানু বাগের স্ত্রী লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে ভানুর স্ত্রী গীতারানিকে গ্রেফতার করে হয়। আজ ধৃতকে ওড়িশা থেকে নিয়ে আসা হবে পূর্ব মেদিনীপুরে। স্বাস্থ্য পরীক্ষা করেই আজই তাঁকে আদালতে তোলা হবে বলে সিআইডি (CID) সূত্রে খবর। এগরা বিস্ফোরণকাণ্ডে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যুর পর গ্রেফতার হন ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। তাছাড়াও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: Actors Death: বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! প্রয়াত জনপ্রিয় এই দুই তারকা

প্রসঙ্গত, এগরা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম অবস্থায় দীর্ঘপথ বাইকে গিয়ে কটকের হাসপাতালে ভরতি হয়েছিলেন ভানু। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেই জানা গিয়েছিল। এরপর খোঁজ পেয়ে পুলিশ কটকের নার্সিংহোমে পৌঁছালে ভানু আর তাঁর ছেলে ও ভাইপোকে গ্রেফতার করে। শারীরিক অসুস্থতাআ কারণে ভানুর ওই হাসপাতালেই চিকিৎসা চলে। কিন্তু অবশেষে মৃত্যু হয় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানুর। কটকের হাসপাতালে তাঁর মৃত্যু হয়ে।

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ
বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ

পুলিশ সূত্রের খবর, মূল অভিযুক্তের পাশাপাশি তাঁর স্ত্রী গীতাও আহত হয়েছেন। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় ণ হারিয়েছেন ১২ জন। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে প্রথম থেকেই নাম উঠে আসে ভানু ও ভানুর স্ত্রী গীতা বাগের। এছাড়াও এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়।

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ

উল্লেখ্য, গত ১৬ ই মে মঙ্গলবার আচমকা বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। জানা যায়, খাদিকুল গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে একের পর এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় কয়েকজনের দেহ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে বেশকিছুটা দূরে গ্রামের রাস্তায় ছড়িয়েছিটিয়ে পরেছিল ছিন্নভিন্ন দেহ গুলি। পাশাপাশি আহত হন আরও অনেকেই। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশকর্মীরা পৌঁছলে, গ্রামের মানুষরা তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করার নির্দেশ দেন। অভিযুক্ত ভানু কিভাবে জামিন পেল তা জানতেও চেয়েছেন তিনি।

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ

বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে, এখনও ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চালাচ্ছে পুলিশ