মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন, পঞ্চায়েত মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের

নজরবন্দি ব্যুরো: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। পাঁচ দিনের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে। এরপরই নানা প্রশ্ন তোলে বিরোধীরা। পঞ্চায়েত নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি। শুনানিতে পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আরও পড়ুন: Kuntal Ghosh-এর চিঠি মামলার জের, প্রেসিডেন্সি জেলের সুপারকে CBI তলব

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরই বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি। সিদ্ধান্ত বদলের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন,কী বললেন প্রধান বিচারপতি

 

শুক্রবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “মনোনয়নের গোটা পর্ব ভিডিওগ্রাফি করতে হবে। রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে পারে।” তিনি আরও বলেন, “পঞ্চায়েত ভোট বন্ধ করতে এই মামলাগুলি দায়ের হয়নি। শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় কমিশনকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।” এই মামলায় রাজ্য আগামী সপ্তাহের সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে।

মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন,কী বললেন প্রধান বিচারপতি
মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন,কী বললেন প্রধান বিচারপতি

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে জানিয়েছেন, “মনোনয়ন পেশের জন্য মাত্র ৭ দিন সময় দেওয়া হয়েছে। তারমধ্যে ২ দিন ছুটি রয়েছে। তাহলে মাত্র ৫ দিনের মধ্যে মনোনয়ন পেশের সম্পূর্ণ প্রক্রিয়া কীভাবে শেষ হবে?” মনোনয়ন পেশ করার জন্য কমপক্ষে ১২ দিনের সময় চেয়েছেন বিরোধী দলনেতা।

মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন,কী বললেন প্রধান বিচারপতি

মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন,কী বললেন প্রধান বিচারপতি
মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন,কী বললেন প্রধান বিচারপতি