Jageep-Prasenjit: উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ, বাড়ছে জল্পনা

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর পদপ্রার্থী জগদীপ ধনকড়। বাংলার প্রেক্ষিতে তাঁর পরিচয় তিনি প্রাক্তন রাজ্যপাল। হঠাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ কেন? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ SSC: ব্রেক অব সার্ভিস বলেছিলেন বিচারপতি, কাজে এলেন না শিক্ষিকা

প্রসঙ্গত, রাজনীতিতে বরাবরই দূরত্ব বজায় রেখে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বারবার তাঁর বিজেপি যোগের কথা উঠলেও গুরুত্ব দেননি তিনি।  কিন্তু হঠাৎই দিল্লিতে গিয়ে এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর সঙ্গে সাক্ষাতের কারণ কী? প্রশ্ন উঠতে শুরু করেছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ, কারণ কী? 
উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ, কারণ কী? 

আগামীকাল উপরাষ্ট্রপতি নির্বাচন।শাসক পক্ষের জন্য এবার জয় সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানালেও সমর্থন জানাচ্ছেন না শাসক দলের জগদীপ ধনকড়কে। মার্গারেট আলভাকেই সমর্থনের জন্য এগিয়ে এসেছেন অনেকেই।

আত্মবিশ্বাসী মার্গারেটের সাফ কথা, অনেক কিছুই ঘটতে পারে আসন্ন নির্বাচনে। ২০টি দলের হয়ে লড়ছি। সংসদ ঠিকভাবে চলছে না। আমরা বিশ্বাস করি পরিবর্তনের সময় হয়েছে। ভারতীয় সংসদের গুরুত্বকে অক্ষুন্ন রাখা উপরাষ্ট্রপতির অন্যতম দায়িত্ব। শাসক জোট এমন একজনকে প্রার্থী করেছে, যিনি বাংলার দায়িত্বপালন করত গিয়ে একাধিক বিষয়ে সমালোচিত হয়েছেন। ভাবুন, সেই লোকটা উপরাষ্ট্রপতির পদে বসে আছে!

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ, কারণ কী? 

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ, কারণ কী? 
উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ, কারণ কী? 

যদিও উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকলেও ভোট থেকে সরে দাঁড়িয়েছে ঘাসফুল শিবির। এরই মধ্যেই দুই জনের আক্ষাত জল্পনা বাড়িয়েছে।