Siliguri-TMC: ‘বঙ্গললনা’ হস্ত শিল্প মেলা, জনপ্রিয়তা অর্জন করেছে এবার শিলিগুড়ি

'বঙ্গললনা' হস্ত শিল্প মেলা, জনপ্রিয়তা অর্জন করেছে এবার শিলিগুড়ি
'বঙ্গললনা' হস্ত শিল্প মেলা, জনপ্রিয়তা অর্জন করেছে এবার শিলিগুড়ি

নজরবন্দি,নিজেস্ব প্রতিনীধিঃ  ‘বঙ্গললনা’ হস্ত শিল্প মেলা, শিলিগুড়িতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে মহিলাদের দ্বারা পরিচালিত এই হস্ত শিল্প মেলা দেখতে পুরুষ এবং মহিলা উভয়েরই ভীড় জমছে। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকারের সুস্বাদু রান্না। যা মহিলারা রান্না করছেন। চিকেন থেকে আরম্ভ করে আলুকাবলি, ফুচকা, ঘুঘনি এবং চাটও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ মেয়র নয়, মন্ত্রী থাকুন ফিরহাদ, প্রস্তাব আইপ্যাকের

পাওয়া যাচ্ছে বাচ্চাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, এছারাও পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকারের পুরুষ এবং মহিলাদের প্রয়োজনীয় ব্যাগ। পাওয়া যাচ্ছে নানান ধরনের রঙ বেরঙ্গের শাড়ি এবং চুড়িদার। শিলিগুড়ির একটি প্রান্তে এই মেলার উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার একমাত্র মহিলা বোর্ড অফ এডমিনিষ্ট্রেটার শ্রাবনী দত্ত। তিনি উদ্বোধনের পরে জানান তার কাছে অনুরোধ এসেছিলো, তিনি তাদের অনুরোধ ফেলে দিতে পারেন নি।

 'বঙ্গললনা' হস্ত শিল্প মেলা, জনপ্রিয়তা অর্জন করেছে এবার শিলিগুড়ি
‘বঙ্গললনা’ হস্ত শিল্প মেলা, জনপ্রিয়তা অর্জন করেছে এবার শিলিগুড়ি

তিনি জানালেন, ‘আমি গোটা মেলা ঘুরে দেখেছি, দারুন আকর্ষনীয় এই মেলা। আমি প্রচুর জিনিস কিনেছি এবং আবার আসলে আবার জিনিস কিনবো। আমি নিজেও এই উদ্যেগ নিতে চাই যাতে আমার ওয়ার্ড কেন গোটা শিলিগুড়ির মহিলারা কিছু করে নিজের খরচ নিজে করতে পারেন। তাদের যেন কারো কাছে হাত পাততে না হয়’।

‘বঙ্গললনা’ হস্ত শিল্প মেলা, শিলিগুড়ির মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত

 'বঙ্গললনা' হস্ত শিল্প মেলা, জনপ্রিয়তা অর্জন করেছে এবার শিলিগুড়ি
‘বঙ্গললনা’ হস্ত শিল্প মেলা, জনপ্রিয়তা অর্জন করেছে এবার শিলিগুড়ি

 তিনি আরও জানালেন এই মেলা শিলিগুড়িতে ব্যাপকভাবে সাড়া পেয়েছে, বিশেষ করে আমার ওয়ার্ডের মহিলারা এই মেলাতে অংশ নিয়ে ভাল সাড়া পেয়েছেন। আমি নিজেও চেষ্টা করবো যাতে আমার ওয়ার্ডের মহিলারা এই হস্ত শিল্প মেলার মাধ্যমে সাবলম্বী হয়। যাতে তারা আগামীতে আরও পাঁচজনকে সাহায্য করতে পারে।