WTC 23: টেস্ট বিশ্বকাপের আগে চোট পেলেন অশ্বিন, চিন্তা বাড়ল রোহিতের

টেস্ট বিশ্বকাপের আগে চোট পেলেন অশ্বিনের, চিন্তা বাড়ল রোহিতের
Ashwin got injured before the Test World Cup

নজরবন্দি ব্যুরো: ঋষভ পন্থ, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, যশপ্রীত বুমরা পর আরও এক ক্রিকেটারের চোট। গাড়ি দুর্ঘটনায় চোট পান ঋষভ। তাঁর এই বছর ক্রিকেট মাঠে ফেরা কঠিন। রাহুল আইপিএলে খেলতে গিয়ে চোট পান। শ্রেয়স এবং বুমরা চোটের জন্য আইপিএল খেলতে পারেননি।

আরও পড়ুন: ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?

এই চার ক্রিকেটারকে বাদ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল তৈরি করেছে ভারত। এই অবস্থায় ফের খারাপ খবর রোহিতদের জন্য। এবার চোট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।শুক্রবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন না তিনি।

WTC 23: টেস্ট বিশ্বকাপের আগে চোট পেলেন অশ্বিন, চিন্তা বাড়ল রোহিতের

আর এই চোটের খবর দিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি জানান,“অশ্বিনের পিঠে চোট রয়েছে। সেই কারণে এই ম্যাচে নেই ও।” আইপিএলের ফাইনাল ২৮ মে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৭ জুন। মাঝে বেশি দিন বাকি নেই।

টেস্ট বিশ্বকাপের আগে চোট পেলেন অশ্বিন, চিন্তা বাড়ল রোহিতের

WTC 23: টেস্ট বিশ্বকাপের আগে চোট পেলেন অশ্বিন, চিন্তা বাড়ল রোহিতের

এমন অবস্থায় অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার চোট রোহিতকে চিন্তায় রাখবে। ওভালের পেস সহায়ক পিচে অশ্বিন প্রথম একাদশে জায়গা পাবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু ১৫ জনের দলে থাকা অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে ইংল্যান্ডে যেতে হলে ভারতীয় দলের শক্তি যে কমবে তা বলাই যায়।

WTC 23: টেস্ট বিশ্বকাপের আগে চোট পেলেন অশ্বিন, চিন্তা বাড়ল রোহিতের