East Bengal: ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?

ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?
East Bengal did not get the club license

নজরবন্দি ব্যুরো: আগামী মরশুমের ক্লাব লাইসেন্স পেয়ে গেল মোহনবাগান । কিন্তু ছাড়পত্র পেল না ইস্টবেঙ্গল। সবমিলিয়ে আইএসএলে খেলা তিনটি ক্লাবের কপালে ছাড়পত্র মেলেনি। প্রসঙ্গত, আইএসএলে খেলার ছাড়পত্র পেতে গেলে ক্লাব লাইসেন্স বাধ্যতামূলক বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন: শতরান করে ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে কী বললেন বিরাট?

শুধু আইএসএল নয়, এএফসি কাপের মতো টুর্নামেন্টে অংশ নিতে গেলেও এই লাইসেন্স থাকা বাধ্যতামূলক। লাল হলুদ ছারাও আটকে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেড ও হায়দরাবাদ এফসি। ২০২৩-২০২৪ মরসুমে ক্লাব লাইসেন্সের ছাড়পত্র পাওয়ার জন্য ১২টি ক্লাব আবেদন করেছিল।

East Bengal: ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?
ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?

তবে লাইসেন্সিং কমিটি সেই আবেদন খুঁটিয়ে দেখে ৯টি ক্লাবকেই সবুজ সংকেত দিয়েছে। বৃহস্পতিবার ফেডারেশনের বৈঠকে এমনই জানানো হয়েছে। লাইসেন্সের অনুমোদনের জন্য ফেডারেশনের বেশ কিছু শর্ত পালন করতে হয় ক্লাবগুলিকে।

ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?

East Bengal: ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?

ইস্টবেঙ্গল-নর্থইস্ট-হায়দরাবাদ সেই শর্ত যে পূরণ করেনি তা বোঝাই যাচ্ছে। তবে এখনই ছাড়পত্র না পাওয়া ক্লাবগুলির হতাশ হওয়ার কোনও কারণ নেই। ফেডারেশন ইস্টবেঙ্গল-সহ তিন ক্লাবের লাইসেন্স রিনিউ করার আবেদন খতিয়ে দেখবে।অন্যদিকে, গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে আইএসএল খেলার লাইসেন্স দেওয়া হয়েছে পাঞ্জাব এফ সিকে।

East Bengal: ক্লাব লাইসেন্স পেল না ইস্টবেঙ্গল সহ আরও দুই দল, কারণ কী?