Jitendra Tiwari: গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কড়া পদক্ষেপ পুলিশের

Jitendra Tiwari: গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কড়া পদক্ষেপ পুলিশের
BJP Leader Jitendra Tiwari arrested

নজরবন্দি ব্যুরোঃ আসানসোলে এক কম্বল বিরতণী অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে একাধিক জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। নয়ডা থেকে স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন জিতেন্দ্র। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ Anubrata Mondal: আমার পিছনে দল আছে, কিছুই করতে পারবেন না, ইডির অফিসারকে বার্তা কেষ্টর

আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল ইতিমধ্যে উপস্থিত হয়েছে দিল্লিতে। তাঁকে আজই কলকাতায় নিয়ে আসা হবে। দশ দিন আগেই জিতেন্দ্র তিওয়ারি হন্যে হয়ে খোঁজ শুরু করে পুলিশ। দীর্ঘ সময় ধরেই ফেরার ছিলেন তিনি। অবশেষে তাঁকে গ্রেফতার করা হল।

1614698280 1608063467 1607974998 15nblmayor 4col

আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল প্রদান অনুষ্ঠানে বিরাট বিপত্তি। ঘটনায় ৩ জনের মৃত্যুর হয়। আসানসোলের ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের। জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করাহয়। সেই ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির নাম থাকলেও নাম নেই শুভেন্দু অধিকারীর।

গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, দিল্লি থেকে আনা হচ্ছে কলকাতায় 

1609974349 5ff6424d5d788 jitendra

চৈতালি তিওয়ারিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়। এপর একাধিকবার তাঁদের খোঁজে পুলিশ গেলেও না পেয়ে ফিরে আসে। এবার জিতেন্দ্রকে গ্রেফতার করল পুলিশ।