Anubrata Mondal: আমার পিছনে দল আছে, কিছুই করতে পারবেন না, ইডির অফিসারকে বার্তা কেষ্টর
Anubrata Mondal On ED Officer

নজরবন্দি ব্যুরোঃ আমার পিছনে দল আছে। আপনারা আমার কিছুই করতে পারবেন না। দিল্লিতে ইডির অফিসারকে এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। খবর ইডি সূত্রে। অর্থাৎ, ইডি হেফাজতে দিল্লিতে থাকলেও অনুব্রত মণ্ডলের কথার দাপট এখনও কমেনি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ SSC-TET Scam: অভিনেতা-অভিনেত্রীদের মানসিক ক্ষতি করা হচ্ছে, কুন্তলের সঙ্গে প্রিয়াঙ্কার যোগ নিয়ে মুখ খুললেন রানা

কখনও চড়াম চড়াম, কখনও গুড় বাতাসা আবার কখনও পুলিশকে বোমা মারার নিদান। বারবার নিজের মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থেকেছেন বীরভূমের বেতাজ বাদশাহ। গরু পাচার মামলায় তিনি এখন ইডি হেফাজতে। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। অনুব্রত মণ্ডলের সম্পত্তি সম্পর্কে একাধিক তথ্য বের করতে চাইছে তদন্তকারী সংস্থা। এরই মধ্যে স্বমহিমায় দেখা গেল কেষ্ট মণ্ডলকে।

Anubrata Mondal: আমার পিছনে দল আছে, কিছুই করতে পারবেন না, ইডির অফিসারকে বার্তা কেষ্টর

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সহ অন্যান্য নেতাদের নামে অভিযোগ উঠতেই দল তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রায় ৭ মাস ধরে গরু পাচার মামলায় জেলা থাকার পরেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি দল। বরং তাঁর সতীর্থ ফিরহাদ হাকিম তাঁকে বীরভূমের বাঘ বলে সম্বোধন করেছেন। আবার কখনও দলনেত্রী তাঁকে বীরের সম্মান দেওয়া আখ্যা দিয়েছেন। তাই দলের ওপর আস্থা রেখেই নিজের মেজাজে রয়েছেন কেষ্ট।

আমার পিছনে দল আছে, কিছুই করতে পারবেন না, হুমকি কেষ্টর 

Anubrata Mondal: আমার পিছনে দল আছে, কিছুই করতে পারবেন না, ইডির অফিসারকে বার্তা কেষ্টর
আমার পিছনে দল আছে, কিছুই করতে পারবেন না, হুমকি কেষ্টর 

সম্প্রতি নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে, পঞ্চায়েত ভোট আসছে বলে? তাহলে পঞ্চায়েত ভোট পর্যন্ত বা লোকসভা ভোট, ওরা অনেককে গ্রেফতার করবে। যাতে ভোট যেভাবেই হোক দখলে নিতে পারে। এটাই ওরা করে। ওদের অভ্যাস। তাতেই কিছুটা মনোবল চাঙ্গা করতে পেরেছে কেষ্ট।