Anubrata Mondal: অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, দিল্লির আদালতে খারিজ কেষ্টর আর্জি

অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, দিল্লির আদালতে খারিজ কেষ্টর আর্জি

নজরবন্দি ব্যুরো: আপাতত তিহাড় মুক্তি পাচ্ছেন না বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল! শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের মামলার সেই শুনানি খারিজ করে দেয়। অর্থাৎ দিল্লির আদালত জামিন দিল না বীরভূমের তৃণমূল সভাপতিকে। যদিও এখনও পর্যন্ত এই মামলায় পরবর্তী শুনানি কবে হবে তা জানা যায়নি। কিন্তু এই মামলায়, তিহাড় জেলের কাছ থেকে অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট বারবার চাওয়া হলেও, জেল থেকে তা দেওয়া হয়নি বলে দাবি করেছেন অনুব্রতর আইনজীবী।

আরও পড়ুন: Egra BLast: বিস্ফোরণের পর লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে! এবার এগরাকাণ্ডে CID-র জালে ভানু বাগের স্ত্রী

উল্লেখ্য, গরুপাচার পাচার মামলায় তৎপর সিবিআই! এই মামলায় বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তৃণমূল নেতা তথা বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল। পাশাপাশি ওই জেলেই রয়েছেন কেষ্টর মেয়ে, সুকন্যা মণ্ডল ও কেষ্টর দেহরক্ষী এনামুল হক! সম্প্রতি সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, এই গরুপাচার মামলায় সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে! কিন্তু এত কোটি কোটি টাকা কোথা থেকে আসল? কে কে এই টাকার ভাগীদার রয়েছে? কিংবা এই কালো টাকা নিয়ে কীভাবে সাদা হল? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন আধিকারিকরা।

অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, মামলায় পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি
অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, মামলায় পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি

অন্যদিকে, তিহাড় জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। এর আগে বাবা ও মেয়েকে দ্বিতীয়বারের জন্য দেখা করার অনুমতি দিয়েছিল জেল কর্তৃপক্ষ। সেই সময় মেয়েকে দেখে প্রথমে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি সব ঠিক হয়ে যাবে বলেও সুকন্যাকে ভরসা দিয়েছিলেন কেষ্ট।

অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, মামলায় পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাস থেকে তিহাড় জেলে রয়েছেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তিহাড় জেলে ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। আর ওই জেলেই, ৬ নম্বর সেলে রয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। সম্প্রতি জেলের মধ্যে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পরেন জানা যায়। এরপরই আদালতে জামিনের আবেদন জানান তিনি।

অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, মামলায় পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি

অসুস্থতার যুক্তি দেখিয়েও মিলছে না তিহাড় মুক্তি, মামলায় পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি