ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
3 may's weather update in west bengal

নজরবন্দি ব্যুরো: গরমে নাজেহাল অবস্থা ছিল রাজ্যবাসীর। এপ্রিল জুড়ে তীব্র দাবদাহের পর অবশেষে জ্বালা জুড়োল এপ্রিল মাস শেষের বৃষ্টিতে। আর এই বৃষ্টি মাঝ বৈশাখ পর্যন্ত চলবে! অর্থাৎ ততদিন আরামেই কাটাতে চলেছে বঙ্গবাসী। কিন্তু এর মধ্যেই ফের দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বঙ্গের ওপরে। বঙ্গে ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক! কতটা প্রভাব পড়বে বাংলার ওপর? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস….

আরও পড়ুন:সত্যিই কি আসছে ঘূর্ণিঝড়? কী বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ সকাল থেকেই রোদের তাপ প্রখর। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতিবার পর্যন্ত এমনই ঝড়বৃষ্টিতে ঠান্ডা থাকবে আবহাওয়া। আগামী ৪ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আপাতত আবহাওয়াতে আর বড় কোনও পরিবর্তন নেই। তবে, ৫ মে থেকে ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে গ্রীষ্ম। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে চলেছে।

Weather update: ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ ঘূর্ণাবর্তের জেরে আজ, ২ তারিখ থেকে ৩ তারিখ বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। এদিকে, আজও কলকাতায় মেঘলা আকাশ থাকবে। তাছাড়াও বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। যদিও শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে চলেছে। যদিওবা গরমের তীব্রতা কতটা থাকবে তা পূর্বাভাস এখনও মেলেনি।

Weather update: ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

আজ, বুধবার কলকাতায় মূলত আকাশ পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। বৃষ্টি ও হবে।

ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

Weather update: ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।