নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল সমাপ্তি ঘটতে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার। আগামীকালের সমাপ্তি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ২১ টি দলকে। কিন্তু উপস্থিত থাকছে ১২ টি বিরোধী দলের প্রতিনিধিরা। #BharatJodo -এর সমাপ্তি অনুষ্ঠানে থাকছে না তৃণমূল। থাকছে না সমাজবাদী পার্টির মতো বড় দলগুলি। থাকছে ১২ টি দল।
উপস্থিত থাকছে এমকে স্ট্যালিনের ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, আরজেডি, জেডিইউ, শিবসেনা, সিপিআই, এনসি, পিডিপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো দলগুলি। শুক্রবার জম্মু-কাশ্মীরে নিরাপত্তার কারণে স্থগিত রাখা হয় ভারত জোড়ো যাত্রা। পরে অবন্তীপোরা থেকে রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধী এবং মেহবুবা মুফতি।
ভারত জোড়ো যাত্রায় যথাযথ নিরাপত্তার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন কংগ্রেস সভাপতি মল্লিকাজুন খাড়গে। কংগ্রেসের অনেক বর্ষীয়ান নেতারা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এমনটাই শাহকে দেওয়া চিঠিতে জানান তিনি।

দেশজুড়ে জনসংযোগের লক্ষ্য নিয়ে ৭ সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। দেশের ১২ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল পার করে প্রায় চার হাজার কিলোমিটার পদযাত্রা করেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতারা ছাড়াও বিরোধী দলের একাধিক নেতাদের এই যাত্রায় অংশ নিতে দেখা গেছে। ভারত জোড়ো যাত্রায় অংশ নেন বহু অরাজনৈতিক ব্যক্তিত্বও।
#BharatJodo -এর সমাপ্তি অনুষ্ঠানে থাকছে না তৃণমূল, নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ

রবিবার কাশ্মীরের লালচকে পতাকা উত্তোলন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। চলতি বছরেই একাধিক রাজ্যের নির্বাচন রয়েছে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার ফলাফল সেই সমস্ত রাজ্যের নির্বাচনে কোনও প্রভাব ফেলবে? প্রশ্ন খুঁজছে রাজনৈতিক মহল।