নজরবন্দি ব্যুরোঃ নিলামের পর এবার মহিলাদের আইপিএল বা WPL 2023-র পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হল। মহিলাদের প্রথম আইপিএলের উদ্বোধন ম্যাচে আগামী ৪ মার্চ, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ন্স ও গুজরাট জায়েন্টস। গুজরাটের মালিক আদানি, যেখানে আম্বানিদের দল হল মুম্বই।
আরও পড়ুনঃ সৌরভ-বিরাট দ্বন্দ্ব থেকে ফিট থাকার ইনজেকশন, গোপন ভিডিও তে ফাঁস চেতনের বিস্ফোরক মন্তব্য

মেন্টর ঝুলন গোস্বামীর মুম্বই ইন্ডিয়ন্স স্কোয়াডে আছেন হরমনপ্রীত কৌর, ন্যাট স্কিভার, অ্যামিলা কেরের মত তারকা। অন্যদিকে, গুজরাটে আছেন অ্যাশ গার্ডেনার, বেথ মুনি, স্নেহ রানার মত ক্রিকেটার। পাঁচ দলের এই টুর্নামেন্টের লিগ পর্বে মোট ২০টি ম্যাচ হবে। এরপর হবে দু’টি প্লেঅফ ম্যাচ।
২৩ দিন ধরে চলছে ডব্লিউপিএল। টুর্নামেন্টে মোট চারটি ডাবল হেডার থাকবে। ১১টি করে ম্যাচ হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল এবং ব্রেবোর্ন স্টেডিয়ামে। লিগ পর্বের শেষ ম্যাচ ২১ মার্চ ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। ২৪ মার্চ হবে এলিমিনেটর ম্যাচ। আর ২৬ মার্চ ডব্লিউপিএলের প্রথম মরশুমের ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রেবোর্ন স্টেডিয়াম।
ঘোষিত মহিলাদের আইপিএলের সূচি, দেখুন কবে শুরু ম্যাচ
মহিলাদের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ত্ব কিনেছে রিলায়েন্সের ভায়াকম-১৮। ভায়াকম ১৮-র স্পোর্টস চ্য়ানেল স্পোর্টস ১৮ এইচডি, এসডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে মহিলাদের আইপিএলের সব খেলা। অনলাইনে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে দেখা যাবে মহিলাদের আইপিএল। পাঁচ বছরের জন্য ৯২১ কোটি টাকায় মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনেছে ভায়াকম ১৮।