Weather Updates: জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, সরস্বতী পুজোয় ভাসবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ  রবিবারের তুলনায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও, তা স্বাভাবিকের নীচেই পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ, সোমবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল, মঙ্গলবার ১ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি সামান্য হলেও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।

আর পড়ুনঃ Union Budget: খোলা মনে উত্তম চর্চা করুন, সংসদ শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর

পরপর কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা (winter) অনুভব করছেন রাজ্যবাসী। তবে শীত প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ৪ ও ৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরে শীত ফের ফিরে আসবে কিনা, তা এখনই বলতে পারছে না আলিপুর আবহাওয়া (Weather) দফতর। 

আজ, সোমবার ঘন কুয়াশার দাপট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে। একইভাবে মঙ্গলবারও ঘন কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এবার আর তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।

আগামী ২৪ ঘণ্টায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। তিন-চার দিনে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। আগামী ২৪ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে।

জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, সরস্বতী পুজোয় ভাসবে রাজ্য

জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, সরস্বতী পুজোয় ভাসবে রাজ্য
জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, সরস্বতী পুজোয় ভাসবে রাজ্য

দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশাও দেখা দিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

Lifestyle and More...