রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতা?
Weather update of next five days in west bengal

নজরবন্দি ব্যুরোঃ ফের আবহাওয়া বদলের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর, বেশ কিছুদিন ধরে বেশ ভালই গরম ছিল, পারদের মাত্রাও ছিল বেশ চড়া। তবে আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর ফের আসছে নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই।

আরও পড়ুনঃ আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন রোহিত কোহেলিরা? নির্দেশ পাঠাল বোর্ড

Weather update today: IMD predicts heavy rain in several states, issues alert for Tamil Nadu, Karnataka - BusinessToday

রবিবার থেকেই শুরু হবে বৃষ্টি। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিনবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের পাঁচজেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। বাকি জেলা গুলিতে সেরম বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে।

Rainy Weather Stock Photo - Download Image Now - Rain, Thunderstorm, Snow - iStock

আজকে অর্থাৎ শনিবার কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই, দুই বঙ্গই আজকে শুকনো থাকবে। কাল থেকে অর্থাৎ রবিবার থেকে বৃষ্টি শুরু হবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাঁচদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! টানা পাঁচদিন দফায় দফায় বৃষ্টি

Weather and Rain alert for cities and states of India - July 22, 2019 | Skymet Weather Services

কলকাতাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, রবিবার মাঝারি এবং সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাত জারি থাকবে, এর পর শুক্রবার থেকে আবহাওার উন্নতি হবে।