নজরবন্দি ব্যুরো: ইডেনের আকাশে ক্রমেই গাঢ় হচ্ছে নিম্নচাপের মেঘ। বৃহস্পতিবারের আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দিনভর বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি চলতে পারে কলকাতায়। কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনিয়েছিল, তা ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। ফলে রাজ্যের দক্ষিণের বহু জেলার মতো কলকাতাতেও বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি চলবে বৃহস্পতিবার সারা দিন।
আরও পড়ুনঃ পিচ বিতর্কে সমালোচকদের তোপ গাভাসকরের, কী বললেন কিংবদন্তী
ফলে প্রশ্ন উঠেছে, তবে কি ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ পণ্ড হবে? অসম্পূর্ণ থেকে যাবে বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেছে নেওয়ার লড়াই? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর ও হাওড়া।
ডেনের আকাশে ক্রমেই গাঢ় হচ্ছে মেঘ, কী বলছে হাওয়া অফিস
হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম। শনিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টি। আপাতত দিঘার উপকূল থেকে ৬৭০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি।