নজরবন্দি ব্যুরোঃ কাল শহরতলি সাক্ষী হয়েছিলো বছরের প্রথম বৃষ্টির। দীর্ঘ অবসানের পর মিলেছিল রেহাই। পুরো ফেব্রুয়ারী মাস এবং মার্চ মাসের প্রথম কদিন ও তীব্র, পচা, ভ্যাবসা গরমে অত্যাচারিত হয়েছে মানুষজন। এবার ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমান দূরত্ব, মমতা সাক্ষাতে সহমত অখিলেশের
বেশ তাপদহের মধ্যে এই নতুন বছরটা কেটেছিল শহরবাসীর, গরমে নাজেহাল গোটা রাজ্য অবশেষে স্বস্তির নিশ্বাস পেয়েছিল কাল অকাল কালবৈশাখীতে। খানিকটা ভিজেছিল রাজ্য! উত্তরবঙ্গ দক্ষিনবঙ্গ দু জেলাতেই বৃষ্টির হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আবার খুব তাড়াতাড়ি ভিজবে গোটা বাংলা। চাতক পাখির মত তাকিয়ে আছে গোটা শহর কলকাতা আকাশের দিকে।

আবার ও আবহাওয়া অফিস জানালো সুখের খবর আজ রাতেও বৃষ্টির সম্ভাবনা শীল পরতে পারে, চলবে ৩০-৪০ কিমি বেগে ঝোড় হাওয়া, এক সপ্তাহ সূর্যের মুখ দেখতে পারবে না রাজ্যবাসি। ১৯ তারিখ অবধি আবহাওয়া শীতল থাকবে।
ফের ভিজবে কলকাতা, বাংলায় দুর্যোগের আগাম সতর্কতা আবহাওয়া দফতরের
ইতিমধ্যে বহু জায়গায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দফতর। মানুষজনকে রক্ষা করতে বিভিন্ন কন্ট্রোল রুম ও খোলা হয়েছে। যেখানের নম্বর দুটি হল 8900793503 ও 8900793504। তবে ক্ষয় ক্ষতির সেরকম কোন খবর এখনও পাওয়া যায়নি।