আপার প্রাইমারির নিয়োগ জট কাটছে, পুজোর পরই ১৩ হাজার পদে নিয়োগ!

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত বাংলা। রাজ্যের নেতা-মন্ত্রীরা জেল হেফাজতে। অবৈধ নিয়োগের প্রতিবাদে ও স্বচ্ছ নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে নেমেছে চাকরিপ্রার্থীরা। এরইমধ্যে মিলল এক সুখবর। আপার প্রাইমারিতে ১৩ হাজারের বেশি শূন্যপদের তালিকা পেয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সব ঠিক থাকলে পুজোর ছুটির পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: চন্দ্রযান-৩ ও জি-২০ সম্মেলন কি বিজেপির নির্বাচনী প্রচারের অঙ্গ? মোদীর ‘মনের কথায়’ বার্তা সেরকমই!

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, “মেধা তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। যথাসম্ভব নির্ভুলভাবেই তা করার চেষ্টা করেছে কমিশন। এবার আদালতের নির্দেশের অপেক্ষা।” অর্থাৎ আদালতের অনুমতি মিললেই এক-দেড় মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। চাকরিপ্রার্থীরা পুজোর পরই নিয়োগপত্র হাতে পাবেন। এসএসসি চেয়ারম্যান আরও জানান, “আপার প্রাইমারির চাকরি একেবারে শেষ ধাপে। আদালতের অনুমতিক্রমেই আমরা একটা মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করেছি। ২৫ আগস্ট তা প্রকাশ করা হয়।… পরবর্তী শুনানি যখন হবে, আমরা আশাবাদী নিশ্চয়ই কাউন্সেলিংয়ের অনুমতি পাব।”

আপার প্রাইমারির নিয়োগ জট কাটছে, পুজোর পরই ১৩ হাজার পদে নিয়োগ!

জানা গিয়েছে, মেধা তালিকায় ১৩ হাজার ৩৩৪ জনের নাম আছে। অনেক নাম ওয়েটিং লিস্টে আছে। কাউন্সেলিংয়ের অনুমতি পাওয়ার পর প্রার্থীদের প্রস্তুত হতে আসার জন্য কমপক্ষে সাতদিন সময় লাগতে পারে। এনিয়ে চেয়ারম্যান জানান, “অনেকে উত্তরবঙ্গে থাকেন। তাঁদের যদি আজ ডাকি, আগামিকালই তো চলে আসতে পারবেন না। দিন সাতেক সময় দিতেই হয়।” চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত শূন্যপদের তালিকা কম্পিউটার সিস্টেমে আপলোড করে প্রস্তুতি শুরু করবে কমিশন। ধাপে ধাপে শুরু হবে কাউন্সেলিং। যাবতীয় প্রক্রিয়া শেষ করে নিয়োগ পত্র দিতে সময় লাগবে প্রায় দেড় মাস।

আপার প্রাইমারির নিয়োগ জট কাটছে, পুজোর পরই ১৩ হাজার পদে নিয়োগ

২০১৫ সালের ১৬ আগস্ট উচ্চ প্রাথমিক নিয়োগে টেট হয়েছিল। ২০১৯ সালের ৪ অক্টোবর প্রথম মেধাতালিকা প্রকাশ হলেও সেখানে দুর্নীতির অভিযোগ ওঠে। দু বছর পর ২০২০ সালের ১১ ডিসেম্বর আদালতের নির্দেশে বাতিল হয় সেই তালিকা। কলকাতা হাইকোর্ট ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেয়। তবে এসএসসি তা কার্যকর করতে পারেনি। চাকরিপ্রার্থীদের ইন্টার্ভিউ শেষ করে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এবার বাকি কাউন্সিলিং।

আপার প্রাইমারির নিয়োগ জট কাটছে, পুজোর পরই ১৩ হাজার পদে নিয়োগ!

আপার প্রাইমারির নিয়োগ জট কাটছে, পুজোর পরই ১৩ হাজার পদে নিয়োগ!
আপার প্রাইমারির নিয়োগ জট কাটছে, পুজোর পরই ১৩ হাজার পদে নিয়োগ!