Udayan Guha: সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন, আক্রমণে উদয়ন

Udayan Guha: সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন, আক্রমণে উদয়ন
Udayan Guha attacks on Md Salim

নজরবন্দি ব্যুরোঃ কয়েক সপ্তাহ ধরেই বাম আমলের দুর্নীতি নিয়ে লাগামছাড়া আক্রমণে নেমেছে শাসক দল তৃণমূল। সেই আক্রমণ করতে গিয়ে নিজের বারবার বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করে বসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। যা নিয়ে উদয়নের বিরুদ্ধে সুর চড়ান সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবার সেলিমকে পাল্টা জবাব দিলেন উদয়ন।

আরও পড়ুনঃ “বাধ্য হয়েই বলিউড ছেড়েছিলাম!” বিনোদন জগতের রাজনীতি নিয়ে এবার বোমা ফাটালেন Priyanka Chopra

বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহ সম্প্রতি মন্তব্য করেন, আমার বাবাও যখন বাম আমলে মন্ত্রী ছিলেন, তখন বাবাও অনেকগুলি ডিপার্টমেন্টে চাকরি দিয়েছিলেন। দলের ছেলেদের চাকরি দেওয়ার কাজ আগেও হতো, পরেও হবে। তার জবাবে মহম্মদ সেলিম বলেন, লোকে মৃত বাবার পিণ্ড দান করেন। উনি বাবার পিণ্ডি চটকাচ্ছেন।

Udayan Guha: সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন, আক্রমণে উদয়ন

মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এবার সেলিমের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন উদয়ন। একেবারে নিয়োগ দুর্নীতি তালিকা হাজির করে বলেন, “এরা সবাই ৩য় বিভাগে পাস করে প্রা:শিক্ষিকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে। সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন”।

সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন, বেনজির আক্রমণে উদয়ন 

Udayan Guha: সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন, আক্রমণে উদয়ন

তবে শুধুমাত্র বাবা কমল গুহ নয়, নিজেও চাকরির জন্য সুপারিশ করেছেন। এমনটাও মন্তব্য করতে শোনা যায় উদয়নকে। তিনি বলেন, আমিও বহু সুপারিশ করেছি। তাই বলে কি ধরে নিতে হবে তাঁদের চেয়ে বেশি  যোগ্যতাসম্পন্ন  কেউ ছিল না? দেখুন এটা যদি দুর্নীতি হয়, তাহলে বাম আমলেও হয়েছিল, পরেও হবে। তবে এটুকু বলতে পারি, বাবার আমলে কেউ আর্থিক দুর্নীতিতে যুক্ত ছিল না।