নজরবন্দি ব্যুরো: বলিউড থেকে হলিউড! একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি! বলিউড থেকে জনকপ্রিয়তা লাভ করলেও বর্তমানে হলিউডের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও এই নিয়ে কম কটাক্ষ তাঁকে শুনতে হয়নি। কেন বলিউড ছেড়েছেন তা নিয়ে বেশ অনেকবার একাধিক প্রশ্নের মুখে পরতে হয়েছে তাঁকে! কিন্তু প্রতিবারেই কোনও না কোনও ভাবে এড়িয়ে গিয়েছেন তিনি। কিন্তু এবার বলিউড ছাড়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বললেন, “বাধ্য হয়েই বলিউড ছেড়েছিলাম!”
আরও পড়ুন:ভুয়ো পুলিশের হাতে আহত সিভিক ভলান্টিয়ার, বেধড়ক মারধরের অভিযোগ দায়ের
সম্প্রতি, পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় বলিউড ছাড়ার প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন অভিনেত্রী। শুধু তাই নয়, বিনোদন জগতের রাজনীতি নিয়ে এবার বোমা ফাটালেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানান, এদেশে থাকাকালীন রীতিমত নোংরা রাজনীতি সহ্য করতে হয়েছে তাঁকে। এক প্রকার বাধ্য হয়েই বলিউড ছেড়ে ছিলেন তিনি।
প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ বলেন, “আমি আগে কখনই এই ব্যাপারে কথা বলিনি। কিন্তু এখন বলছি। যখন আমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল। তারপরেই আমাকে ছবিতে নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি সেই সময় ভেঙে পরি। এই বিনোদন জগতের রাজনীতি আমাকে দুর্বল করে দেয়। তখন আমার একটু বিরতির দরকার ছিল। আর তখনই আমি আমার মানেজ্যারের পরামর্শে আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে কাজ করা শুরু করি।”
অভিনেত্রী আরও বলেন, “আমার একটাই কথা! কেন আমাকে কাজ পেতে হলে কিছু লোকজন বা গ্রুপের সঙ্গে থাকতে হবে, তাঁদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে? আমি এই সমস্ত কিছু করিনি বলেই হয়ত ওরা আমার ভবিষ্যৎ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই আমি আর ওই নোংরা রাজনীতি ছেড়ে অন্যদেশে পারি দি। তবে গান করার সময় আমি বুঝিতে পারি যে, গানের থেকেও অভিনয়টা ভালো পারি। গান গেয়ে পরিচয় পেলেও ছবির জন্য একের পর এক অডিশন দেওয়ার সুযোগ আমি পেয়েছি।”
বাধ্য হয়েই বলিউড ছেড়েছিলাম! বোমা ফাটালেন প্রিয়াঙ্কা চোপড়া

This is what @priyankachopra has to say about bollywood, people ganged up on her, bullied her and chased her out of film industry” a self made woman was made to leave India. Everyone knows Karan Johar had banned her (1/2) https://t.co/PwrIm0nni5
— Kangana Ranaut (@KanganaTeam) March 28, 2023
এখানেই শেষ নয়, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের বলিউডের প্রতি ক্ষোভ উগড়ে দেন বলিকুইন কঙ্গনা। ট্যুইট করে কঙ্গনা লিখলেন, “প্রিয়াঙ্কা একাই বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছিল। ও একাই সকলকে জব্দ করছিল। কিন্তু সেটা আর বলিউডের ‘মুভি মাফিয়া’ সহ্য করতে পারেনি। তাই প্রিয়াঙ্কাকে একঘরে করে দিয়েছিল সে। সবাই জানে করণ জোহার প্রিয়াঙ্কাকে বাধ্য করেছিল দেশ ছাড়ার জন্য। কিন্তু প্রিয়াঙ্কা এই যুদ্ধে জিতেছে। ও আসল কুইন।”