প্রয়াত বাবা ছেলে হয়ে কোলে ফিরুক! অবেগে ভাসলেন সুদীপ্তা
Tollywood actress emotional in social media

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগেই টলিউড অভিনেত্রী সুদিপ্তা তার বাবাকে হারিয়েছেন। আজ তার এক সপ্তাহ পূর্ণ হয়েছে। বাবাকে হারিয়ে শোকাহত অভিনেত্রী। কিছুদিন আগেই অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কেটেছে মাত্র বিয়ের মাত্র ছয় মাস, কিন্তু ছ মাস বাবাকে ছেড়ে থেকে যে এত বড় ক্ষতি হয়ে যাবে অভিনেত্রী বুঝে উঠতে পারেনি। তাই ঠাকুরের কাছে পাথর প্রার্থনা জানিয়েছেন তিনি। অভিনেত্রী চাই তার বাবা তার কোলে তার ছেলে হিসেবে ফিরে আসুক.

আরও পড়ুনঃ বিপদের মুখে গায়িকা ইমন চক্রবর্তী, ভক্তদের কাছে সাহায্যের অনুরোধ

সামাজিক মাধ্যমে বাবার সাথে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, বাবা চলে যাওয়ার সাতদিন….
বাবা…. ও বাবা….বাবা….
আর আমি ডাকবোনা তোমায়….বাবা …ও বাবা…দরজাটা খোলো..কখন থেকে দাঁড়িয়ে আছি…আমি আর তোমায় বোলবোনা…!!
বাবা….”

প্রয়াত বাবা ছেলে হয়ে কোলে ফিরুক! আবেগঘন অভিনেত্রী
প্রয়াত বাবা ছেলে হয়ে কোলে ফিরুক! আবেগঘন অভিনেত্রী

“পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আর বাবা বলে কাউকে ডাকব না। আর কাউকে বলব না দরজাটা খোলো। আর কোনও দিন আমার জীবদ্দশায় তুমি আমায় মানি বলে না ডাকলেও, আমার কাছে তুমি ফিরে এসো। মানির বদলে শুধু ডেকো ‘মা’।” প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তবে তিনি যে হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে যাবেন তা বুঝে উঠতে পারেননি।

প্রয়াত বাবা ছেলে হয়ে কোলে ফিরুক! আবেগঘন অভিনেত্রী

প্রয়াত বাবা ছেলে হয়ে কোলে ফিরুক! আবেগঘন অভিনেত্রী

বেশ কিছুদিন আগে অভিনেত্রী তার বাবাকে নিয়ে দিদি নাম্বার ওয়ান এর রিয়েলিটি শোতেও এসেছিলেন। সেখানে অভিনেত্রীর বাবা জানিয়েছিলেন, তার মেয়ে কতটা ভালো এবং তাকে কতটা ভালোবাসি। অভিনেত্রীর বাবা জানিয়েছিলেন তিনি চান তার কন্যা হিরোইন হোক, কিন্তু কেন তাকে বারবার ফিরে রোল দেওয়া হয় সেই প্রশ্নের বানও ছুড়ে দিয়েছিলেন পরিচালকদের দিকে। এমনকি অভিনেত্রীর বিয়েতেও বেশ কঠোরভাবে পরিশ্রম। যে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন।