বিপদের মুখে গায়িকা ইমন চক্রবর্তী, ভক্তদের কাছে সাহায্যের অনুরোধ
Singer Emon Chakraborty is in danger

নজরবন্দি ব্যুরো: বিপদের মুখে জনপ্রিয় টলিউড গায়িকা ইমন চক্রবর্তী। এই মুহূর্তে তিনি রয়েছেন দেশের বাইরে। বাংলাদেশে গিয়ে তিনি বিপদের সম্মুখীন হয়েছেন। নিজের সমস্যা সামাজিক মাধ্যমে জানিয়ে তিনি অনুরাগীদের কাছ থেকে সাহায্য ভিক্ষা চেয়েছেন। কিন্তু ঠিক কি বিপদে পড়েছেন গায়িকা?

আরও পড়ুনঃ কেন ঘুমের ওষুধ খেয়েছিলেন? অবশেষে মুখ খুললেন তানজিন তিশা

কাল ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বলে কথা। তাই তা নিয়ে সকলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউড অভিনেতা অভিনেত্রী এবং গায়ক গায়িকা, সকলেই ভীষণভাবে উত্তেজিত। সকলে মাঠে যেতে না পারলেও কিভাবে খেলা দেখবেন তা ঠিক করে নিয়েছেন। অনেক মানুষ এই খেলা দেখার জন্য মুঠোফোন কে বেছে নিয়েছেন। মুঠোফোনে অনলাইন এটা ম্যাচ দেখবে বলে পরিকল্পনা করে রেখেছে।

বিপদের মুখে গায়িকা ইমন চক্রবর্তী, ঠিক কী হয়েছে? 
বিপদের মুখে গায়িকা ইমন চক্রবর্তী, ঠিক কী হয়েছে? 

ঠিক এইরকম একটি পরিকল্পনা করেছেন গায়িকা। কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ বাংলাদেশে হটস্টার চলে না। ফলে তিনি কিভাবে খেলা দেখবেন তা বুঝতে না পেরে সামাজিক মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেন। তিনি ফেসবুকে পোস্ট করে লিখেন, “ঢাকায় আছি কিন্তু হটস্টার চলছে না, আমি কি করে ওয়ার্ল্ড কাপ দেখব? কেউ দয়া করে সাজেশন দিন? অনুরাগের প্রিয় গায়িকার বিপদ একেবারে ঝাপিয়ে পড়েছে। একেক জন একেক রকম সমাধান দিয়েছেন।

বিপদের মুখে গায়িকা ইমন চক্রবর্তী, ঠিক কী হয়েছে?    

India Vs Australia Cricket World Cup Final Live Streaming, Venue, Date,  Match Timings

 

এক অনুরাগী জানিয়েছেন, বাংলাদেশে হটস্টার চলে না তাই অন্য কোন ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে হবে। অন্যদিকে, সেজে উঠেছে মঞ্চ। দুই টিমের মধ্যেই প্রস্তুতি প্রায়। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল সামনে আসবে, ভারত নাকি অস্ট্রেলিয়া কার সাথে উঠবে বিশ্বকাপ? রোহিত, বিরাটদের হাতে বিশ্বকাপ দেখার জন্য মরিয়া হয়ে বসে রয়েছে ভারতবাসী।